

একদিকে যখন উত্তর ও দক্ষিণবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে বিভিন্ন মহল থেকে সুর চড়ানো হচ্ছে তখনই অভিন্ন পশ্চিমবঙ্গের বার্তা দিয়ে উত্তরবঙ্গের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আইনজীবী তথা বাম নেতা সায়ন ব্যানার্জী। পাত্রী কোচবিহারের মেয়ে তমাশ্রী দেবনাথ। মঙ্গলবার, ৩০ জানুয়ারী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সায়ন-তমাশ্রী। সোমবার নিজের ফেসবুকে একথা জানিয়েছেন বাম নেতা সায়ন ব্যানার্জী।
এদিন উত্তরবঙ্গ রওনা দেওয়ার আগে স্টেশনে বাঙ্গালি সাজে, হাতে মিষ্টির হাড়ি নিয়ে দেখা গিয়েছে সায়নকে। সেই ছবি ফেসবুকে পোস্ট করে মজার ছলে ক্যাপশানে তিনি লেখেন, “উত্তরবঙ্গের কোচবিহারের ভেটাগুড়ির জিলাপির সাথে মিশে যাক দক্ষিণের জয়নগরের মোয়া। মিশে যাক উত্তরের বোরোলি মাছের সাথে দক্ষিণের চিংড়ি। বাঙাল আর ঘটির মিষ্টি ঝগড়ার মাঝেই বাড়ুক ভালোবাসার পারদ।“
এরপর সায়ন অভিন্ন পশ্চিমবাংলার বার্তা দিয়ে লেখেন, “ভবিষ্যতে চেতন ভগতের টু স্টেটস এর গল্পের শরিক হতে চাই না আমরা কেউই। চাই অভিন্ন হৃদয়ের মতই অভিন্ন বাংলার গল্পের শরিক হতে। শেষ কিছু মাসে আমার ঘন ঘন উত্তরবঙ্গ সফরের অনেক কারণের মধ্যে অন্যতম কারণের ফাইনাল ল্যাপের জন্য ট্রেন চাপছি। বাকি কথা কাল হবে।“
সায়ন ব্যানার্জী, আইনে পারদর্শিতার পাশাপাশি, রাজনীতির ময়দানে একজন দক্ষ বক্তা। জানা গেছে, মঙ্গলবার কোচবিহারের মহারাজা প্যালেসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাম নেতা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন