
ভরা বৈশাখে একপ্রকার বসন্তের আমেজ বলাই যায়। গত এক সপ্তাহ ধরে ঝড়বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে জুড়ে। শনিবারও দক্ষিণের সাত জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া কলকাতাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড় হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। তবে রবিবার কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলায় আলাদা করে সতর্কতা নেই। সোমবার থেকে ফের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে আগামী পাঁচদিনে দক্ষিণের তাপমাত্রার তেমন হেরফের হবে না।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর। বৃষ্টির সঙ্গে হাওয়ার গতি থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। দাজিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই কদিন উত্তরেও তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যেটা প্রায় স্বাভাবিক। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন