

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক তৃণমূল নেতার। সোমবার রাতে পূর্ব বর্ধমানের সিউর বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়দের বক্তব্য অনুসারে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তৃণমূল নেতা অসীম দাসের।
জানা গেছে এদিন বর্ধমান জেলার মঙ্গলকোটের লাকুরিয়া তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। সিউর বাসস্ট্যান্ডের কাছে তৃণমূল নেতাকে গুলি করে পালায় দুষ্কৃতীরা।
সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ গোতিষ্ঠা পঞ্চায়েত এলাকা থেকে সিউর গ্রামের দিকে মটর বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন অসীম দাস। সেই সময় খুব কাছ থেকে দুষ্কৃতীরা গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় অসীম দাসের।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেও এই অঞ্চলে এক বুথ সভাপতি খুন হয়েছিলেন। তৃণমূল কর্মীদের বক্তব্য, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে। সেই ঈর্ষা থেকেই বিজেপি এটা করছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন