Partha Chatterjee: ১ ফেব্রুয়ারির মধ্যে ইডি মামলায় জামিন পাবেন পার্থ! ডেডলাইন সুপ্রিম কোর্টের

People's Reporter: গত ৪ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। রায়দান স্থগিত ছিল। শুক্রবার রায় ঘোষণা করলেন বিচারপতিরা।
পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়ফাইল ছবি
Published on

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কার্যত মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। তার আগে শেষ করতে হবে চার্জ গঠন।

গত ৪ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। রায়দান স্থগিত ছিল। শুক্রবার রায় ঘোষণা করলেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টের নির্দেশ, চলতি মাসের মধ্যে চার্জ গঠন করতে হবে ইডিকে। জানিয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহয়তা করতে হবে পার্থকে। চার্জ গঠন এবং সাক্ষী বয়ান শেষ হলে তারও আগে জামিন পেতে পারেন পার্থ।

তবে জামিন দিলেও একাধিক শর্ত দেওয়া হয়েছে পার্থকে। শীর্ষ আদালতের নির্দেশ, জামিনের পরে কোনও সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। বর্তমানে তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র তিনি ওই পদেই থাকতে পারবেন।

ইডি মামলাতে জামিন পেলেও সিবিআই মামলাটি এখনও নিম্ন আদালতে বিচারাধীনে। সিবিআই মামলার জামিন চেয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন পার্থ। গত বৃহস্পতিবার শুনানিতে পার্থর আইনজীবী জানান, তাঁর বয়স ৭৩ বছর। তিনি অসুস্থ। তাই তাঁর জামিন মঞ্জুর করা হোক। সেদিনের শুনানিতে পার্থ নিজেও দাবি করেন, তিনি নির্দোষ।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর ২৩ জুলাই তাঁকে গ্রেফতার করা হয়। এরপর পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও তল্লাশি চালায় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে উদ্ধার করা হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।

এছাড়া ২৭ জুলাই বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্‌স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মোট ২৭ কোটি ৯০ লক্ষ নগদ টাকা। সঙ্গে প্রচুর টাকার গয়না। ইডি দাবি করেছিল, অর্পিতার ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছে। সঙ্গে সাতটি অন্য দেশের মুদ্রা।­­ সম্প্রতি জামিন পেয়েছেন অর্পিতা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in