
হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পাঁচদিনের মাথায় মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। আর এক অভিযুক্তের খোঁজ চলছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। নির্যাতিতার অভিযোগ, ওই দিন তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে হরিদেবপুর থানার অন্তর্গত মালঞ্চ এলাকায় একটি বাড়িতে গিয়েছিলেন জন্মদিনের পার্টি উপলক্ষ্যে। কিন্তু বাড়িতে ঢুকে তরুণী দেখেন দুই বন্ধু ছাড়া আর কেউ নেই সেখানে। এমনকি কোনও পার্টি হচ্ছিল না সেখানে।
অভিযোগ, সেদিন রাতে ফ্ল্যাটের ভিতরেই দুই বন্ধু মিলে তরুণীকে গণধর্ষণ করে। এরপর শনিবার সকালে ওই দুই তরুণের বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগ, শুক্রবার জোর করে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।
যদিও প্রথমে তরুণী নিজের অভিযোগের জানিয়েছিলেন, স্বেচ্ছায় বন্ধুদের সঙ্গে ওই ফ্ল্যাটে গিয়েছিলেন তিনি। তরুণীর বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত দুজনই পলাতক ছিল। এরপর মঙ্গলবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে আরও এক অভিযুক্তর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন