
২০২১ –এর বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। দল বদল, উপনির্বাচন ইত্যাদি নানা কারণে তিন বছরের ব্যবধানে আসন সংখ্যা কমেছে অনেকটাই। বর্তমানে রাজ্যের বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা ৭০। ২০২৬ –এর বিধানসভা নির্বাচনে এই ৭০ টি আসনও বিজেপি রক্ষা করতে পারবে কিনা, সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে ৭৭ টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। তারপর তিন বছরের ব্যবধানে বিধায়কের সংখ্যা কমেছে অনেকটাই। এমনকি উপনির্বাচনে নিজেদের জেতা আসনও ধরে রাখতে পারেনি পদ্ম শিবির। ভোটে জেতার পর বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন – মুকুল রায়, সুমন কাঞ্জিলাল, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার। যার ফলে বিজেপির বিধায়কের সংখ্যা কমে দাঁড়ায় ৭৩ –এ। যদিও বিধায়কের বিরুদ্ধে দল বদল আইন কার্যকর এখনও না হওয়ায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতেই রয়েছেন তাঁরা।
এর মাঝে দিনহাটা নিশীথ প্রামাণিকের থেকে যায় উদয়ন গুহর কাছে। এরপর ২০২৩ সালে ধুপগুড়িতে বিজেপি বিধায়কের মৃত্যুতে সেখানে উপনির্বাচনে হলে আসনটি চলে যায় তৃণমূলের কাছে। এছাড়া সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে রাজ্যের ছটি আসনই দখল করেছে তৃণমূল। যার মধ্যে বিজেপির একটি আসন খুইয়েছে। সব মিলিয়ে বিজেপির হাতে বর্তমানে রয়েছে ৭০ জন বিধায়ক। যদিও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগে আরও বিধায়ক খোয়াতে পারে বলে মত বিশেষজ্ঞ শিবিরের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন