North 24 PGS: ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ, পুলিশের বেপরোয়া লাঠিচার্জ

পৌরসভার সূত্রে জানানো হয়েছে আজকে ২০০ জনকে যাদের ফোন করে ডাকা হয়েছে একমাত্র তাদেরই আজকে ভ্যাকসিননেট করা হবে
North 24 PGS: ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ, পুলিশের বেপরোয়া লাঠিচার্জ
নিজস্ব চিত্র
Published on

ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ করায়। পুলিশের অমানবিক লাঠিচার্জ উত্তর ২৪ পরগনা জেলা অশোকনগর ৮ নম্বর মোড় এলাকায়। উইন অ্যাপে নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও দূর-দূরান্ত থেকে আগত মানুষদের ভ্যাকসিন দিতে আপত্তি তোলায় উত্তেজনার সৃষ্টি হয় উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে।

অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মাতৃ সদনের পাশেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও পৌরসভার সূত্রে জানানো হয়েছে আজকে ২০০ জনকে যাদের ফোন করে ডাকা হয়েছে একমাত্র তাদেরই আজকে ভ্যাকসিননেট করা হবে। এই দাবি অবশ্য মানতে রাজি নন বাইরে থেকে যারা এসেছেন।

ঘটনাস্থলে এসেছিল অশোকনগর থানার পুলিশ। এরপর উত্তেজিত জনতা অশোকনগর নৈহাটি রোড অবরোধ করে। তীব্র যানজটের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। অশোকনগর থানার পুলিশ কয়েকজনকে আটক করেছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in