

ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ করায়। পুলিশের অমানবিক লাঠিচার্জ উত্তর ২৪ পরগনা জেলা অশোকনগর ৮ নম্বর মোড় এলাকায়। উইন অ্যাপে নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও দূর-দূরান্ত থেকে আগত মানুষদের ভ্যাকসিন দিতে আপত্তি তোলায় উত্তেজনার সৃষ্টি হয় উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে।
অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মাতৃ সদনের পাশেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও পৌরসভার সূত্রে জানানো হয়েছে আজকে ২০০ জনকে যাদের ফোন করে ডাকা হয়েছে একমাত্র তাদেরই আজকে ভ্যাকসিননেট করা হবে। এই দাবি অবশ্য মানতে রাজি নন বাইরে থেকে যারা এসেছেন।
ঘটনাস্থলে এসেছিল অশোকনগর থানার পুলিশ। এরপর উত্তেজিত জনতা অশোকনগর নৈহাটি রোড অবরোধ করে। তীব্র যানজটের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। অশোকনগর থানার পুলিশ কয়েকজনকে আটক করেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন