North 24 Parganas: দত্তপুকুরে পানীয় জলের ফিল্টারের নকল যন্ত্রাংশ উদ্ধার - গ্রেপ্তার ১

ফের বড় সড় সাফল্য পেলো উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে, দত্তপুকুর থানার পুলিশ গঙ্গাপুর এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণে পানীয় জলের ফিল্টারের নকল যন্ত্রাংশ উদ্ধার করে।
দত্তপুকুরে উদ্ধার হওয়া নকল ফিল্টার
দত্তপুকুরে উদ্ধার হওয়া নকল ফিল্টারনিজস্ব চিত্র
Published on

ফের বড় সড় সাফল্য পেলো উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে, দত্তপুকুর থানার পুলিশ গঙ্গাপুর এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণে পানীয় জলের জন্য ব্যবহৃত ফিল্টারের নকল যন্ত্রাংশ উদ্ধার করে।

নকল যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি এই জাল কারবারে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম গনেশ দাস। তাকে জিজ্ঞাসাবাদ করে দত্তপুকুর থানা পুলিশ জানতে পেরেছে, নামী কোম্পানির ফিল্টার এর ভেতরের নকল যন্ত্রাংশ কম দামে দিল্লি থেকে নিয়ে এসে এ রাজ্যের বিভিন্ন বাজারে তারা ছড়িয়ে দিতেন।

এই কম দামের ফিল্টারের যন্ত্রাংশ ব্যবহার করা পানীয় জল খেলে সাধারণ মানুষের পেটের রোগ থেকে শুরু করে কিডনি জনিত সমস্যা দেখা দিতে পারে বলে চিকিৎসকরা দাবি করেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ নকল নামি কোম্পানির ফিল্টার এর ভেতরের ২০০টি যন্ত্রাংশ আটক করেছে। এই চক্রের আর কে বা কারা যুক্ত রয়েছে তাদের সন্ধানে তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in