শিয়ালদা ডিভিশনে মহিলা কামরা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারে না! কড়া বার্তা পূর্ব রেলের

People's Reporter: তবে প্রয়োজনে মাতৃভূমি লোকালে ভিড় খতিয়ে দেখে সাধারণ যাত্রীদের জন্য কয়েকটি কামরা নির্দিষ্ট করা যায় কিনা, ভেবে দেখবে রেল।
ফাইল ছবি প্রতীকী
ফাইল ছবি প্রতীকীছবি সৌজন্য - ফার্স্ট পোস্ট
Published on

লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সেকারণেই শিয়ালদা শাখায় বাড়ানো হয়েছে মহিলা কামরা। যার বিরোধিতা করে বুধ এবং বৃহস্পতিবার শিয়ালদার দক্ষিণ শাখায় বিক্ষোভ দেখান নিত্যযাত্রীদের একাংশ। এই আবহে পূর্ব রেলের তরফ থেকে স্পষ্ট জানানো হল, কোনোভাবেই মহিলাদের সংরক্ষিত কামরা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে না। তবে প্রয়োজনে মাতৃভূমি লোকালে ভিড় খতিয়ে দেখে সাধারণ যাত্রীদের জন্য কয়েকটি কামরা নির্দিষ্ট করা যায় কিনা, ভেবে দেখা হবে।

উল্লেখ্য, লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে অনেকটাই বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি শিয়ালদা শাখায় ১২ কোচের লোকাল ট্রেনে মহিলাদের জন্য ৩টি কামরা নির্ধারিত করা হয়েছে। যার বিরোধিতা করে প্রতিবাদ জানান নিত্যযাত্রীদের একাংশ। বুধবার শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখার একাধিক স্টেশনে দফায় দফায় অবরোধ হয়। এরপর বৃহস্পতিবারও একই কারণে অবরোধ হয় শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার উত্তর রাধানগর হল্ট এবং মগরাহাট স্টেশনে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ১২ কোচের ট্রেনে ভিড় হয় যথেষ্ট। এই অবস্থায় মহিলাদের জন্য ৩টি কামরা নির্দিষ্ট করে দেওয়ায় সাধারণের কামরার সংখ্যা কমে ৯ হয়ে গেছে। ফলে নিত্যযাত্রীরা অসুবিধায় পড়বেন।

যদিও যাত্রীদের একাংশের বিরোধিতা সত্ত্বেও ট্রেনে মহিলা যাত্রীদের কামরা বাড়ানোর সিদ্ধান্ত যে প্রত্যাহার করা হবে না, তা বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম।

এদিন সাংবাদিক সম্মেলন করে ডিআরএম জানান, গত কয়েক বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে মহিলা যাত্রীর সংখ্যা। বর্তমানে মহিলা যাত্রীদের সংখ্যা ২৫%। অতিরিক্ত ভিড়ের কারণে তাঁদের ট্রেনে ওঠানামার ক্ষেত্রে ঝুঁকি বাড়ছিল। এছাড়া এর ফলে স্টেশন থেকে ট্রেন ছাড়তেও দেরি হচ্ছিল। সব দিক বিবেচনা করেই মহিলা যাত্রীদের জন্য পরিসর বাড়ানো হয়েছে। কোথাও ভিড়ের কারণে সাধারণ যাত্রীদের অসুবিধা হলে রেলের তরফ থেকে পরিস্থিতি খতিয়ে দেখে বাড়তি ট্রেন চালানোর বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, রেলওয়ে কোনও লিঙ্গবৈষম্য ছাড়াই এই পদক্ষেপ নিয়েছে। যাত্রী সংখ্যার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিয়ালদা উত্তর এবং মেন শাখায় ছ’জোড়া মাতৃভূমি লোকাল চলে। প্রয়োজনে মহিলা যাত্রীদের ভিড়ের পরিমাণ খতিয়ে দেখে সেখানে সাধারণ যাত্রীদের জন্য কয়েকটি কামরা নির্দিষ্ট করা যায় কিনা, তা ভেবে দেখা হবে। যদিও, অফিসের ব্যস্ত সময়ে ভিড়ের কথা মাথায় রেখেই মহিলা যাত্রীদের জন্য ট্রেন চালানো হয়। তাই সেই চাহিদার বিষয়টি অগ্রাধিকার পাবে।

ফাইল ছবি প্রতীকী
SSC Scam: আশা করি আর ভুল করব না - সুপ্রিম নির্দেশের পর মন্তব্য মমতার! শিক্ষাকর্মীদের জন্য কী বার্তা?
ফাইল ছবি প্রতীকী
SSC Scam: 'অযোগ্য' হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন! নির্দেশ সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in