কেউই মমতাকে ডাকে না, নিজেকে জাতীয় নেত্রী হিসেবে তুলে ধরতে সর্বত্র আগে পৌঁছে যান - দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের কটাক্ষ - ‘সোনিয়া গান্ধী দিল্লিতে তো তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) চা খেতেও ডাকেন না। অখিলেশ যাদবও দায় সারেন ফুল দিয়েই।’
দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়
দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল চিত্র

নাম না করেও তৃণমূল সুপ্রিমোকে খোঁচা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘সোনিয়া গান্ধী দিল্লিতে তো তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) চা খেতেও ডাকেন না। অখিলেশ যাদবও দায় সারেন ফুল দিয়েই।’ দিলীপ ঘোষ বলেন, ‘২০১৯ সালের নির্বাচনের সময়ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের বিজেপি বিরোধী নেতাদের কলকাতায় ডেকেছিলেন, ব্রিগেডে সভা করেছিলেন। শুধু তাই নয়, তাঁদের মাছ ভাতও খাইয়েছিলেন। কিন্তু কোনও কিছুতেই শেষপর্যন্ত ফল মেলেনি।’

অন্যদিকে, অখিলেশের হয়ে প্রচার নিয়েও তৃণমূল সুপ্রিমোকে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘অখিলেশ যাদব একদিকে হীনমন্যতায় ভুগছেন। তাঁর নির্বাচনে জয়ের সম্ভাবনা খুব কম। সেই জন্যই নিজের দলের হয়ে প্রচার করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকছেন। তবে এতে কোনও দলেরই লাভ হবে না। উত্তরপ্রদেশের মানুষ মমতার হিন্দিই বুঝবেন না।’ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির অভিযোগ, ‘কেউই মমতাকে ডাকেন না। নিজেকে জাতীয় নেত্রী হিসেবে তুলে ধরতে সর্বত্র আগে থেকেই পৌঁছে যান।’

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এখন চাইছেন, রাজ্যের বাইরে ক্ষমতার বিস্তার করতে। সেই মতো তিনি ভিনরাজ্যে পা রেখেছেন। প্রচার চালাচ্ছেন। কংগ্রেস থেকে অনেকেই তৃণমূলে যোগ দিয়েছেন। কয়েক মাস আগে তৃণমূলের মুখপত্রতে দাবি করেছিলেন, কংগ্রেসের কোনও অস্তিত্বই নেই।

তিনি ভেবেছিলেন তাঁর এই তত্ত্বে সমর্থন পাবেন অন্যদের। বিজেপি বিরোধী মুখ হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছিলেন। কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে যে বিজেপি বিরোধী জোট সম্ভব নয়, সেকথা এনসিপি থেকে শিবসেনা প্রায় সব বিজেপি বিরোধী দলই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।

দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়
মোদীর থেকে কম হিন্দু নন বোঝাতেই গঙ্গাসাগর মেলা করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা: অধীর চৌধুরী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in