বাংলা আবাস যোজনায় নাম স্বামী, শ্বশুর-শাশুড়ির, অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান

যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান মধুমিতা প্রামাণিক সেনাপতি
বাংলা আবাস যোজনায় নাম স্বামী, শ্বশুর-শাশুড়ির, অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান
প্রতীকী ছবি

ক্ষমতাবলে নিজের শ্বশুর-শাশুড়ি এবং স্বামীর নাম বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি তালিকায় তুলে দিয়েছেন প্রধান। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় জেলা রাজনীতি। দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের বেলদা এক নম্বর পঞ্চায়েত। স্বাভাবিক ভাবেই এনিয়ে সরব হয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান মধুমিতা প্রামাণিক সেনাপতি।

তৃণমূলের অভিযোগ, সরকারি আবাস যোজনায় উপভোক্তাদের নামের তালিকা তৈরির সময় তাঁর পরিবারের সদস্যদের নাম তুলে দিয়েছেন প্রধান। অঞ্চল সভাপতি নিতাইচাঁদ জানা বলেন, 'প্রধান দুর্নীতিগ্রস্ত, সাধারণ গরিব মানুষের জন্য তাঁর ভাবনা নেই। অথচ তালিকায় আছে শ্বশুর-শাশুড়ি, স্বামীর নাম। এটা তিনি ইচ্ছাকৃতভাবেই করেছেন। প্রধানের পদত্যাগ করা উচিত।'

প্রধান ও বিজেপি নেত্রী মধুমিতা প্রামাণিক সেনাপতি বলেন, 'সফটওয়্যারের সমস্যা হতে পারে। আমরা সেটা খুঁজে পাইনি। সমস্যা কোথায়, ব্লকে জানতে চেয়েছি। তাছাড়া পরিবারও যদি পাওয়ার যোগ্য হয়, নাম থেকে থাকে, তাহলে পাবে না কেন?' নারায়ণগড়ের বিডিও জানান, 'বাংলা আবাস যোজনার তালিকা খতিয়ে দেখে যদি কোনও ত্রুটি মেলে, তাহলে সংশোধন করা হবে।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in