Murshidabad: তৃণমূলের হাতছাড়া দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত, জয়ী সিপিআইএম-কংগ্রেস জোট

এদিনই আস্থা ভোটে পতন হয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের। সিপিআইএম এবং কংগ্রেস জোট বেঁধে বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনায় এই পঞ্চায়েতের পতন হল।
দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হবার পর বাম কংগ্রেস জোটের সমর্থকদের উল্লাস
দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হবার পর বাম কংগ্রেস জোটের সমর্থকদের উল্লাসছবি সংগৃহীত
Published on

২০১৮ সালে বোর্ড গঠনের পর গত জুলাইতে তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস ও বাম। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের ২৪ টি আসনের ১০টিতে জিতেছিল তৃণমূল। ওই নির্বাচনে ৯ আসনে জয়ী হয় কংগ্রেস এবং ৫টি আসনে সিপিআইএম। বাম কংগ্রেসের আনা অনাস্থার জেরে ২৫ জুলাই অপসারিত হন তৃণমূলের প্রধান আবদুল কাদির।

সোমবারের আস্থা ভোটে ১৩-১১ ব্যবধানে জিতে প্রধান হলেন সন্ধ্যারানী দাস। লালগোলা ব্লকের দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতে এদিন উপপ্রধান নির্বাচিত হয়েছেন সিপিআইএম-এর মীরা সরকার। তৃণমূলের মহম্মদ সুজন হোসেন ১১ ভোট পেয়ে পরাজিত হন।

বাম কংগ্রেস জোটের সমর্থকদের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও জোর করে এই পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছিল তৃণমূল। এদিনের অনাস্থা ভোটে সেই বোর্ডের পরাজয় হয়েছে।

আস্থা ভোট উপলক্ষ্যে উত্তেজনা ঠেকাতে এদিন ওই অঞ্চলে বিরাট সংখ্যায় পুলিশ বাহিনি মোতায়েন করা হয়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in