করোনা সংক্রমণে মৃত মুরারই-এর বিদায়ী তৃণমূল বিধায়ক আবদুল রহমান

বিদায়ী তৃণমূল বিধায়ক আবদুল রহমান
বিদায়ী তৃণমূল বিধায়ক আবদুল রহমানফাইল ছবি সৌজন্য ট্যুইটার

মুরারই-এর বিদায়ী তৃণমূল বিধায়ক আবদুল রহমানের মৃত্যু হল করোনায়। শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। করোনা সংক্রমণের কারণেই তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরেও তাঁর বদলে অন্য প্রার্থী দেয় তৃণমূল।

গত প্রায় ১ মাস ধরে করোনায় আক্রান্ত ছিলেন প্রয়াত বিদায়ী বিধায়ক। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

এর আগে রাজ্যের দুই প্রার্থীর করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে। সামশেরগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গীপুর কেন্দ্রের আর এস পি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। ওই দুই কেন্দ্রের ভোট আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in