Train Cancelled: ১৯ দিনে বাতিল ২০০টির বেশি লোকাল! হাওড়া-খড়্গপুর শাখায় ভোগান্তি নিত্যযাত্রীদের

People's Reporter: রেলেওয়ের তরফ থেকে জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত টানা কাজ চলবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা। টানা ১৯দিন বিঘ্নিত হবে ট্রেন পরিষেবা। ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে লাইনের কাজ, চলবে ১৮ মে পর্যন্ত। যার জেরে বন্ধ ২০০ টির বেশি লোকাল ট্রেন ও একাধিক এক্সপ্রেস ট্রেন। এর ফলে সমস্যায় পড়তে চলেছেন নিত্য যাত্রীরা।

রেলেওয়ের তরফ থেকে জানানো হয়েছে, ১৮ মে পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি-প্রি এনআই (প্রি নন-ইন্টারলকিং)-র কাজ চলবে। যার ফলে খড়্গপুর ডিভিশনের অধীনে প্রায় ২০০ টির বেশি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া ২৭ টি এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, উত্তর-পূর্ব রেলের গোরক্ষপুর জংশন থেকে গোরক্ষপুর ক্যান্ট ডিভিশন পর্যন্ত ইন্টারলকিংয়ের কাজ হবে। এই কারণে এপ্রিল ও মে মাসে ট্রেনগুলি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের তালিকা -

⦁ ১১০৩৭ পুণে-গোরক্ষপুর এক্সপ্রেস ০২ মে বাতিল থাকবে।

⦁ ১১০৩৮ গোরক্ষপুর-পুণে এক্সপ্রেস ০৩ মে বাতিল থাকবে।

⦁ ১২৫১১ গোরক্ষপুর-কোচুভেলি এক্সপ্রেস ২৭ এপ্রিল, ০১, ০২ ও ০৪ মে বাতিল থাকবে।

⦁ ১২৫১১ গোরক্ষপুর-কোচুভেলি এক্সপ্রেস ২৭ এপ্রিল, ০১, ০২ ও ০৪ মে বাতিল থাকবে।

⦁ ১২৫৮৯ গোরক্ষপুর-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ৩০ এপ্রিল বাতিল থাকবে।

⦁ ১২৫৯০ সেকেন্দ্রাবাদ-গোরক্ষপুর এক্সপ্রেস ০১ মে বাতিল থাকবে।

⦁ ১২৫৯১ গোরক্ষপুর-যশোবন্তপুর এক্সপ্রেস ২৬ এপ্রিল বাতিল থাকবে।

⦁ ১২৫৯২ সেকেন্দ্রাবাদ-গোরক্ষপুর এক্সপ্রেস ২৮ এপ্রিল বাতিল থাকবে।

⦁ ১২৫৯৭ গোরক্ষপুর-ছত্রপতি শিবাজি মহারাজ ট. এক্সপ্রেস ২৯ এপ্রিল বাতিল থাকবে।

⦁ ১২৫৯৮ ছত্রপতি শিবাজি মহারাজ ট.-গোরক্ষপুর এক্সপ্রেস ৩০ এপ্রিল বাতিল থাকবে।

⦁ ১৫০১৭ লোকমান্য তিলক ট.-গোরক্ষপুর এক্সপ্রেস ২৭ এপ্রিল থেকে ০৩ পর্যন্ত বাতিল থাকবে।

⦁ ১৫০১৮ গোরক্ষপুর-লোকমান্য তিলক ট. এক্সপ্রেস ২৭ এপ্রিল থেকে ০৩ মে পর্যন্ত বাতিল থাকবে।

⦁ ১৫০২৩ গোরক্ষপুর-যশোবন্তপুর এক্সপ্রেস ২৯ এপ্রিল বাতিল থাকবে।

⦁ ১৫০২৪ যশোবন্তপুর-গোরক্ষপুর এক্সপ্রেস ২৪ এপ্রিল ও ০১ মে বাতিল থাকবে।

⦁ ১৫০২৯ গোরক্ষপুর-পুণে এক্সপ্রেস ২৪ এপ্রিল ও ০১ মে বাতিল থাকবে।

⦁ ১৫০৩০ পুণে-গোরক্ষপুর এক্সপ্রেস ২৬ এপ্রিল ও ০৩ মে বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৪৫ গোরক্ষপুর-ওখা এক্সপ্রেস ২৪ এপ্রিল ও ০১ মে বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৪৬ ওখা-গোরক্ষপুর এক্সপ্রেস ২৭ এপ্রিল ও ০৪ মে বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৬৫ গোরক্ষপুর-পানভেল এক্সপ্রেস ২৪, ২৫, ২৭, ২৮, ২৯ এপ্রিল ও ০১, ০২, ০৪ মে বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৬৬ পানভেল-গোরক্ষপুর এক্সপ্রেস ২৫, ২৬, ২৮, ২৯, ৩০ এপ্রিল ও ০২, ০৩, ০৫ মে বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৬৭ গোরক্ষপুর-বান্দ্রা এক্সপ্রেস ৩০ এপ্রিল বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৬৮ বান্দ্রা ট.-গোরক্ষপুর এক্সপ্রেস ২৫ এপ্রিল ও ০২ মে বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ২০০১০৩ গোরক্ষপুর-লোকমান্য তিলক এক্সপ্রেস ২৩ এপ্রিল থেকে ০২ মে পর্যন্ত বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ২০০১০৪ লোকমান্য তিলক-গোরক্ষপুর এক্সপ্রেস ২৩ এপ্রিল থেকে ০৩ মে পর্যন্ত বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ২২৫৩৩ গোরক্ষপুর-যশোবন্তপুর এক্সপ্রেস ২৮ এপ্রিল বাতিল থাকবে।

⦁ আ১৫০৩০ পুণে-গোরক্ষপুর এক্সপ্রেস ২৬ এপ্রিল ও ০৩ মে ২০২৫ বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৪৫ গোরক্ষপুর-ওখা এক্সপ্রেস ২৪ এপ্রিল ও ০১ মে ২০২৫ বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৪৬ ওখা-গোরক্ষপুর এক্সপ্রেস ২৭ এপ্রিল ও ০৪ মে ২০২৫ বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৬৫ গোরক্ষপুর-পানভেল এক্সপ্রেস ২৪, ২৫, ২৭, ২৮, ২৯ এপ্রিল ও ০১, ০২, ০৪ মে ২০২৫ বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৬৬ পানভেল-গোরক্ষপুর এক্সপ্রেস ২৫, ২৬, ২৮, ২৯, ৩০ এপ্রিল ও ০২, ০৩, ০৫ মে ২০২৫ বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৬৭ গোরক্ষপুর-বান্দ্রা এক্সপ্রেস ৩০ এপ্রিল ২০২৫ বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ১৫০৬৮ বান্দ্রা ট.-গোরক্ষপুর এক্সপ্রেস ২৫ এপ্রিল ও ০২ মে ২০২৫ বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ২০০১০৩ গোরক্ষপুর-লোকমান্য তিলক এক্সপ্রেস ২৩ এপ্রিল থেকে ০২ মে ২০২৫ পর্যন্ত বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ২০০১০৪ লোকমান্য তিলক-গোরক্ষপুর এক্সপ্রেস ২৩ এপ্রিল থেকে ০৩ মে ২০২৫ পর্যন্ত বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ২২৫৩৩ গোরক্ষপুর-যশোবন্তপুর এক্সপ্রেস ২৮ এপ্রিল ২০২৫ বাতিল থাকবে।

⦁ ট্রেন নম্বর ২২৫৩৪ যশোবন্তপুর-গোরক্ষপুর এক্সপ্রেস ৩০ এপ্রিল ২০২৫ বাতিল থাকবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in