

সোমবার রাত ৮টা ৫০ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছিল গোটা উত্তরবঙ্গ। তারপর মাত্র কয়েক ঘণ্টা। আজ সকালে ফের ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায়। এদিন সকাল সাতটা নাগাদ কম্পন হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এরপর ফের সকাল ১০.৪০ নাগাদ আবার মৃদু ভূকম্পনে কেঁপে ওঠে উত্তরবঙ্গের বেশ কিছু অংশ।
গতকাল ভূমিকম্পের উৎসস্থল ছিল গ্যাংটক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। ৭-৮ সেকেন্ড তা স্থায়ী হয়। ভূমিকম্প হয় আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, মালদায়। কম্পনের আতঙ্কে বহুতল আবাসনের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়নি বা প্রাণহানি ঘটেনি বলে হবে খবর।
আজকের কম্পনের মাত্রা ছিল একেবারেই মৃদু। এর উৎস বা মাত্রা জানা যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, আজকের কম্পন গতকালের ভূমিকম্পের আফটার শক হতে পারে। আজ ভোরে অসমের তিনসুকিয়ায় ২.৭ মাত্রার মৃদু ভুমিকম্প অনুভূত হয়। তার প্রভাবও হতে পারে এদিনের কম্পন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন