Mamata Banerjee: ডাকলেও রাজভবন যাব না, রাস্তায় দেখা করব - শ্লীলতাহানি কাণ্ডে রাজ্যপালকে আক্রমণ মমতার

People's Reporter: রাজ্যপালকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘‘কপিটা আমার কাছে আছে। আমি রেখে দিয়েছি। যেটা এডিট করেছেন, সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আর একটা পেন ড্রাইভ আমি পেলাম।’’
সিভি আনন্দ বোস এবং মমতা বন্দ্যোপাধ্যায়
সিভি আনন্দ বোস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছবি - সংগৃহীত

‘ডাকলেও রাজভবনে যাব না আর“, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জীর হয়ে প্রচারে সপ্তগ্রামে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, সম্প্রতি রাজভবনের কর্মরত এক মহিলা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন, যা নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য। প্রথম থেকেই বিষয়টিকে হাতিয়ার করে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগছেন তৃণমূলের একের পর এক নেতৃত্ব।

এই নিয়ে পাল্টা সরব হয়েছেন রাজ্যপালও। 'মমতার দিদিগিরি সহ্য করবো না' বলে মন্তব্য করেছেন তিনি। সপ্তগ্রাম থেকে সেই মন্তব্যের জবাব দিলেন মমতা।

নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বলেন, ‘‘মাননীয় রাজ্যপাল, আমার কী দোষ আপনি বলুন। আমি তো জানিই না ঘটনা পুরো। আমাকে বলছেন, দিদিগিরি চলবে না। কিন্তু আপনি ইস্তফাটা কবে দেবেন?’’ 

মমতার সরাসরি প্রশ্ন, ‘‘একজন মহিলার উপর অত্যাচার করার আপনি কে?’’ মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, তাঁর কাছে এই সংক্রান্ত আরও কিছু ফুটেজ আছে। তিনি বলেন, ‘‘ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে। আমি রেখে দিয়েছি। যেটা এডিট করেছেন, সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আর একটা পেন ড্রাইভ আমি পেলাম।’’

এর পরেই মমতা বলেন, ‘‘আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ!’’

সিভি আনন্দ বোস এবং মমতা বন্দ্যোপাধ্যায়
CV Ananda Bose: শ্লীলতাহানি কাণ্ড - রাজভবনের ফুটেজ হাতে পেয়েই সচিব-সহ তিন কর্মীকে তলব লালবাজারের
সিভি আনন্দ বোস এবং মমতা বন্দ্যোপাধ্যায়
Calcutta High Court: নিউটাউনে হিডকোর জমিতে তৃণমূলের কার্যালয়! ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in