সন্তানকে ভালো হিন্দু বানান, বাড়িতে অস্ত্র রাখুন - প্রকাশ্য সভায় বললেন সুকান্ত! পাল্টা জবাব ফিরহাদের

People's Reporter: বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিয়ে সুকান্তর যুক্তি, 'দিদির পুলিশ বাঁচাবে না। কারণ ওটা ফিরহাদ হাকিম সাহেবের পুলিশ, সিদ্দিকুল্লা চৌধুরী, শেখ শাহজাহান, সওকত মোল্লার পুলিশ।'
সুকান্ত মজুমদার এবং ফিরহাদ হাকিম
সুকান্ত মজুমদার এবং ফিরহাদ হাকিমছবি - সংগৃহীত
Published on

‘ছেলেকে ভালো হিন্দু বানান। আর বাড়িতে ধারালো অস্ত্র রাখুন’। সম্প্রতি এক প্রকাশ্যে সমাবেশে এহেন বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। যা নিয়ে বিতর্কের মাঝে পাল্টা সুকান্তের ভাষাকে 'সন্ত্রাসবাদীর ভাষা' বলে অ্যাখ্যা দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

সম্প্রতি এক প্রকাশ্য সমাবেশে হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “যদি নিজেদের ধর্ম, সংস্কৃতি এবং আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। কিন্তু একই সঙ্গে ভাল হিন্দু বানান, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। সঙ্গে বাড়িতে ধারালো অস্ত্র রাখুন”।

সুকান্ত মজুমদারের দাবি, “আপনার ছেলে যদি ধর্ম-সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার-অফিসার যাই হোক না কেন, সে চলে যাবে। দু’পয়সা দানন থাকবে না। উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে”।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “এখনও সময় আছে, নিজের ধর্মরক্ষার অধিকার আছে সবার। তাই ধর্মরক্ষার জন্য একত্রিত হোন। যেখানে যেখানে সম্ভব, ছোট হলেও মন্দির তৈরি করুন। হনুমানজির মন্দির তৈরি করুন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না। হিন্দু সমাজ কখনও কোথাও আক্রমণ করতে যায় না। কিন্তু আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের! বাঁচতে তো হবে!”

এরপরেই রাজ্য পুলিশের কথা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে সরাসরি আক্রমণ করে বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দেন তিনি। এই প্রসঙ্গে সুকান্তর যুক্তি, “পুলিশ আসা পর্যন্ত তো নিজেদের বাঁচাতে হবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ বিএসএফ নামাবেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত কে বাঁচাবে? দিদির পুলিশ বাঁচাবে না। কারণ ওটা ফিরহাদ হাকিম সাহেবের পুলিশ, সিদ্দিকুল্লা চৌধুরী, শেখ শাহজাহান, সওকত মোল্লার পুলিশ”।

সুকান্তের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, “একজন সন্ত্রাসবাদী যে ভাষায় কথা বলে, কোনও দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রীর সেই ভাষায় কথা বলা উচিত নয়। আপনারা প্রথমে ভারতীয় তৈরি করুন, মানুষ তৈরি করুন। এই বার্তা আসা উচিত”।

রাজ্যের মন্ত্রী আরও বলেন, “আমরা যাঁরা ভারতের মানুষ, তাঁরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। যাঁরা প্রকৃত হিন্দু, রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্বাস করেন, তাঁর বার্তাই ভারতের বার্তা। সুকান্ত বা ভাগবতের বার্তা ভারতের বার্তা নয়। মানুষ তৈরি করুন, ভারতীয় তৈরি করুন। ভারতীয় হিসেবে গর্বিত হই যাতে সেই কাজ করুন”।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in