পুজোর আগে ফের বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সোমবার জোড়া ঘূর্ণাবর্ত একত্র হয়ে নিম্নচাপের রূপ নেবে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর জেরে বুধবার থেকে ফের বৃষ্টি রাজ্য জুড়ে। পাশাপাশি, বৃষ্টির সম্ভবনা বিহার এবং ঝাড়খণ্ডেও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। যা যাবে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার উপর দিয়ে। এছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে ঘূর্ণাবর্তগুলি থেকে সোমবারই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণের সব জেলাতেই। বৃহস্পতিবার আরও বৃষ্টি বাড়বে। বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। কলকাতাতেও এই দু’দিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা।
দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দাজিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।
অন্যদিকে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার থেকে দেশ থেকে একটু একটু করে সরতে শুরু করবে মৌসুমী বায়ু। সোমবার রাজস্থানের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে। এরপর ধীরে ধীরে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় নেবে। আপাতত পূর্ব-পশ্চিম অক্ষরেখা অন্ধপ্রদেশ উপকূল থেকে মায়ানমার উপকূল পর্যন্ত বিস্তৃত।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৬ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯১ শতাংশ। সোমবার আকাশ মেঘলা থাকবে দিনভর বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন