সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। নিম্নচাপের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তাল থাকবে সমুদ্র। রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই দুই জেলার কিছু অংশে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার)-র পূর্বাভাস রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার, সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত সমুদ্র থাকবে অশান্ত। সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণের পাশাপাশি, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে তৈরি হয়েছে নিম্নচাপ। বৃহস্পতিবার রাতে যা ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। বর্তমানে উত্তর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে সেটি। সেইসঙ্গে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। যেটা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে এগোতে শনিবার সকালে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন সাগরের উপর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার প্রভাবেই এই ভারী বৃষ্টি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন