মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। তার একদিনের মধ্যেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভবনা রয়েছে বলে জানা গেছে। এছাড়া বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গে পাঁচ জেলা – দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভবনা। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সমুদ্র শান্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন