ইদের দিন বৃষ্টি গোটা রাজ্য?
ইদের দিন বৃষ্টি গোটা রাজ্য? ছবি - প্রতীকি

WB Weather Update: আপাতত নেই তাপপ্রবাহের সম্ভাবনা! ঈদের দিন বৃষ্টি গোটা রাজ্যে? কী জানাচ্ছে আলিপুর?

People's Reporter: আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি না হলেও আপাতত তাপপ্রবাহের কোনো সম্ভবনা নেই। ধীরে ধীরে বাড়বে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস।

গত সপ্তাহে তাপপ্রবাহের জেরে ৪০ ডিগ্রি ছুঁয়েছিল তাপমাত্রা। তবে রবিবার বৃষ্টির ফলে তা বেশ খানিকটা কমেছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি না হলেও আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভবনা নেই। ধীরে ধীরে বাড়বে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস। তবে ফের ইদের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী বুধবার দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতেরও পূর্বাভাস। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

 মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ইদের দিন বৃষ্টি গোটা রাজ্য?
পঞ্চায়েতের লড়াইয়ের ঝাঁঝ আরও বাড়িয়ে মুর্শিদাবাদে মাটি কামড়ে বাম কংগ্রেস, অস্বস্তিতে তৃণমূল
ইদের দিন বৃষ্টি গোটা রাজ্য?
Lok Sabha Polls 24: ভোটের মুখে ৩০ জন তৃণমূল নেতা-কর্মীকে তলব সিবিআইয়ের! 'ষড়যন্ত্র', অভিযোগ শাসকদলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in