CPIM: গ্রামসভায় বুঝে নিতে হবে হিসেব, নভেম্বর থেকে লাগাতার কর্মসূচির পরিকল্পনা বামেদের

'আমাদের কাছে সব তথ্য আছে। আপনাদের কাছে সাধারণ মানুষ হিসেব চাইবে। প্রয়োজনে মাঠেই হবে গ্রামসভা। পঞ্চায়েতের হিসেব না বোঝালে মানুষ চড়াও হবে পঞ্চায়েতগুলিতে।' - মহ: সেলিম
মাড়গ্রামের সভায় বক্তব্য রাখছেন মহম্মদ সেলিম
মাড়গ্রামের সভায় বক্তব্য রাখছেন মহম্মদ সেলিমছবি - CPIM West Bengal-র ফেসবুক পেজ

আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। তার আগেই কোমর বেঁধে রাজনীতির ময়দানে নামছে সিপিআইএম। সেই ইঙ্গিত মাড়গ্রাম থেকে কার্যত স্পষ্ট করে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বীরভূমের মাড়গ্রাম থেকেই দুর্নীতির বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন তিনি।

মঙ্গলবার মাড়গ্রামের বিশাল মিছিল করে সিপিআইএম। নেতৃত্বে ছিলেন মহম্মদ সেলিম। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সেলিমবাবু। তিনি বলেন, আমরা গত তিন মাস ধরে 'নজরে পঞ্চায়েত' কর্মসূচি করছি। প্রতিটা পঞ্চায়েতে রেশন কার্ড, জব কার্ড, একশো দিনের কাজের মজুরি সহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির খবর নিচ্ছি। কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠ হলেও বিজেপি চুপ করেছিল। আমরা রাজনীতির রঙ না দেখে দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একত্রিত করছি।

তিনি শাসক দলের প্রধান, উপপ্রধানদের উদ্দেশ্যেও কড়া হুঁশিয়ারি দেন। সেলিমবাবু বলেন, প্রধান, উপপ্রধান এমনকি বিডিওরাও তৈরি হন। আমাদের কাছে সব তথ্য আছে। আপনাদের কাছে সাধারণ মানুষ হিসেব চাইবে। প্রয়োজনে মাঠেই হবে গ্রামসভা। পঞ্চায়েতের হিসেব না বোঝালে মানুষ চড়াও হবে পঞ্চায়েতগুলিতে।

তিনি আরও বলেন, রাজ্যের বৃহত্তম গ্রাম থেকেই চোর সাফ করার শপথ নিতে হবে। চোরেদের আশ্রয়দাত্রী মমতা ব্যানার্জীর খাটাল থেকে সব মানিককে খুঁজে বের করে জেলে ঢোকাতে হবে। যারা চাকরি বিক্রি করেছে, গোরু-কয়লা পাচারের টাকা খেয়েছে তারা যে ফুলেই আশ্রয় নিক কেউ রেহাই পাবে না। অন্যদিকে, নভেম্বর মাসের শুরু থেকেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে গ্রামে গ্রামে কর্মসূচির কথাও বলেন মহম্মদ সেলিম।

মাড়গ্রামের সভায় বক্তব্য রাখছেন মহম্মদ সেলিম
'ওম্যান মেড ডিজাস্টার' - বউবাজার ফাটলকাণ্ডে মমতা ব্যানার্জীকে তীব্র আক্রমণ সেলিমের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in