মনমোহন সিংয়ের মৃত্যু নিয়ে ভুয়ো পোস্ট, পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে ক্ষমা চাইতে বললেন কুনাল

মঙ্গলবার সন্ধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট হয়। ক্যাপশনে লেখা হয়, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরলোকগমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।’
পার্থ চট্টোপাধ্যায়, কুনাল ঘোষ
পার্থ চট্টোপাধ্যায়, কুনাল ঘোষফাইল চিত্র -

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু নিয়ে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পোস্ট ঘিরে এবার তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এল। পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে তীব্র কটাক্ষ করলেন দলের মুখপাত্র কুনাল ঘোষ

যদিও পার্থবাবু মনমোহনের মৃত্যু নিয়ে করা পোস্ট ভুল বলে বুঝতে পেরে নিজের ঘনিষ্ঠ মহলে সেকথা স্বীকারও করেছিলেন। এরপর সঙ্গে সঙ্গে তিনি তা মুছেও দেন। তারপরও তাঁকে দায়িত্বজ্ঞানহীন বলে নিশানা করলেন কুনাল। তাঁকে ক্ষমা চাইতে বললেন।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করতে চেয়েছিলেন সেই পোস্টে। ছবিতে মনমোহনের সঙ্গে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরলোকগমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

পরে অবশ্য ‘ভুল’ বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যে পোস্টটি মুছে দেন। কিন্তু ততক্ষণে বহু মানুষের পোস্টটি দেখে নেন। তাতে অনেকে ‘কমেন্ট’ করেন, অনেকেই বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ মন্ত্রী পার্থকে নিয়ে ট্রোলও করেন।

এই ঘটনার প্রেক্ষিতে নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে কুনাল লেখেন, ‘যে বা যাঁরা তাঁর মৃত্যুসংবাদ ছড়ালেন, আগ বাড়িয়ে শোক জানালেন, সেই দায়িত্বজ্ঞানহীনদের ধিক্কার জানাই। দুঃখপ্রকাশ করুন তাঁরা।’ এদিকে এই টুইট নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে দলের অন্দরে।

প্রশ্ন উঠেছে, কুনাল ঘোষ কি এই টুইটটি দলের ‘অনুমোদন’ নিয়ে করেছেন নাকি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। তবে এই কটাক্ষের জেরে তৃণমূলের অন্দরে কুনাল ও পার্থর ‘মতানৈক্যের’ কানাঘুষো যেন ফের মাথাচাড়া দিল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

পার্থ চট্টোপাধ্যায়, কুনাল ঘোষ
'কোন কুনাল ঘোষ!' - তৃণমূল মুখপাত্রের মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন না অনুব্রত মণ্ডল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in