

শিক্ষা ক্ষেত্রে দেশের সেরা তালিকায় প্রথম দশে আবারও বাংলার জয় জয়কার। সেরার তালিকায় স্থান করে নিয়েছে বাংলার দুই বিশ্ববিদ্যালয় কলকাতা ও যাদবপুর। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’ (এনআইআরএফ)-এর তালিকা প্রকাশ করেন।
সেই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও অষ্টমে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়াও বাংলার অন্যান্য বিশ্ব বিদ্যালয়গুলো নিজেদের পদোন্নতি ঘটিয়ে অনেকটাই এগিয়ে এসেছে। এখানে সেন্ট জেভিয়ার্স কলেজ, খড়্গপুর আইআইটি-সহ পশ্চিমবঙ্গের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে।
উল্লেখ্য, গত বছর ১০ নম্বরে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। যাদবপুর একাদশে। এই বছর সেই র্যাঙ্কিং ছয় ধাপ এগিয়ে এসেছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিলো একাদশে। এ বছর সেই র্যাঙ্কিং এগিয়েছে আটে।
এদিন রাজ্যের শিক্ষা ক্ষেত্রে এই সাফল্যের পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তালিকাকে স্বাগত জানিয়েছেন এক টুইট বার্তায়। পাশপাশি কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ সেরার তালিকায় থাকা রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন