রাজীব ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত চলবে, বনমন্ত্রীর দায়িত্ব পেয়েই জ্যোতিপ্রিয়র হুঁশিয়ারি
ফাইল ছবি

রাজীব ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত চলবে, বনমন্ত্রীর দায়িত্ব পেয়েই জ্যোতিপ্রিয়র হুঁশিয়ারি

বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগ রাজীবের বিরুদ্ধে। রাজীবের দাবি- "আমি মুখ খুললে বটগাছ নড়ে যাবে"
Published on

মমতা বন্দোপাধ্যায়ের তৃতীয় সরকারের বনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপরই চাপ বাড়ালেন প্রাক্তনীর ওপর। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যে চলবেই, তা দফতরে গিয়েই স্পষ্ট করে দিয়েছেন তিনি। জ্যোতিপ্রিয় বলেন, ‘আমি তদন্তে হস্তক্ষেপ করব না। তদন্তে সব স্পষ্ট হবে। কেউ দোষী সাব্যস্ত হলে বিচার হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, দফতর স্বচ্ছ ভাবে চালাতে হবে। আমি তা নিশ্চিত করব।’

বিধাননগরের অরণ্য ভবনে গিয়ে দফতরের প্রধান সচিবের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চলবে। প্রসঙ্গত, বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড় কেন্দ্রের প্রার্থী হন। ভোটপ্রচারে রাজীবের বিরুদ্ধে বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলেন মমতা। যদিও ওই কেন্দ্রে হেরে যাওয়ার পর তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়েছিল।

পাল্টা রাজীবের হুঁশিয়ারি, ‘আমার কাছে কল রেকর্ডিং রয়েছে। আমি মুখ খুললে বটগাছ নড়ে যাবে।’ তাঁর দাবি, সব জেলা নেতৃত্বকে বনসহায়ক নিয়োগের জন্য কোটা ভাগ করে দেওয়ার নির্দেশ ছিল তাঁর কাছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in