ভাই এত কম নম্বর পেলে মন্ত্রিত্ব ছেড়ে দেব, চাকরি বাতিল হতে SSC-কেই চ্যালেঞ্জ মন্ত্রীর

কলকাতা হাইকোর্টের নির্দেশে বেআইনিভাবে নিয়োগ পাওয়া ৮৪২ জন গ্রুপ সি কর্মীর চাকরি বাতিল করেছে SSC। তাঁদের প্রাপ্ত নম্বরের তালিকা প্রকাশ করেছে SSC। এতে নাম আছে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর।
মন্ত্রী শ্রীকান্ত মাহাতো
মন্ত্রী শ্রীকান্ত মাহাতোফাইল ছবি দ্য স্ক্রল-এর সৌজন্যে
Published on

নিয়োগ দুর্নীতি মামলায় এতদিন আঙুল উঠছিল শাসকদলের নেতাদের বিরুদ্ধে। এবার পাল্টা আঙুল উঠলো স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দিকে। এসএসসিকে চ্যালেঞ্জ করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে বেআইনিভাবে নিয়োগ পাওয়া ৮৪২ জন গ্রুপ সি কর্মীর চাকরি বাতিল করেছে এসএসসি। নিয়োগ পরীক্ষায় তাঁদের প্রাপ্ত নম্বরের তালিকাও প্রকাশ করেছে এসএসসি। এই তালিকায় নাম রয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। তিনি লালগড়ের বইতা হাইস্কুলের গ্রুপ সি কর্মী ছিলেন। নম্বরের তালিকায় দেখা যাচ্ছে মন্ত্রীর ভাই মাত্র ১২ নম্বর পেয়েছেন। এখানেই অভিযোগ মন্ত্রীর।

মন্ত্রীর দাবি তাঁর ভাই ১২ পেতেই পারেন না। SSC-র ঠিক-ভুল যাচাইয়ে ত্রুটি-বিচ্যুতি রয়েছে। এসএসসিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তাঁর ভাই এত কম নম্বর পেলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। ওএমআর সিটের ফরেন্সিক পরীক্ষারও দাবি করেছেন তিনি।

শনিবার মেদিনীপুর শহরে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, "আমার ভাই ওই নম্বর কোনও ভাবেই পাবে না। হার্ড কপি প্রশ্নপত্র মিলিয়ে দেখা হোক। এসএসসি-র ত্রুটিবিচ্যুতির শিকার হয়েছে ও। ৫ বছর ধরে চাকরি করছে। এসএসসি তো সেই সময় তালিকা প্রকাশ করতে পারত। কিন্তু সব গোপন রেখে ‘কোয়ালিফায়েড’ দেখাল, তার পর ইন্টারভিউতে ডাকল, কম্পিউটার টেস্টও নিল। সে সবের পর চাকরি দিল। এখন পাঁচ বছর পর বলছে, ‘তোমার নম্বর ভুল!’ দু’রকম কথাবার্তা হচ্ছে না?’’

শালবনির বিধায়কের অভিযোগ, এসএসসির ভুলের শিকার হতে হচ্ছে নিরীহদের। এর ফলে তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানি হচ্ছে। উত্তরপত্র যাচাই করার জন্য উচ্চ আদালতে মামলা করবেন বলেও জানান তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in