
প্রকাশিত হল কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) আয়োয়িত দশম (আইসিএসই) এবং দ্বাদশ (আইএসসি) শ্রেণির পরীক্ষার ফলাফল। এবারে দুটি পরীক্ষারই ফলাফলে নজর কেড়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের দুটি ক্ষেত্রেই পাশের হারে এগিয়ে মেয়েরা। আইসিএসই-তে ছাত্রীদের পাশের হার ৯৯.০৪ শতাংশ এবং আইএসসি পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৯৯.৩৮ শতাংশ।
চলতি বছর দশম শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার ৩৪ দিন এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষের ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৬ শতাংশ। মোট ৪৩ হাজার ২৪০ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৩ হাজার ৭০২ জন (৯৮.৫৩ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ৫৩৮ জন (৯৯.০৪ শতাংশ)।
অন্যদিকে, রাজ্যে আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৮.৭৫ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন ২৭ হাজার ৪৫৬ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪ হাজার ৭১১ জন (৯৮.২০ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৭৪৫ জন (৯৯.৩৮ শতাংশ)।
এদিকে গোটা দেশের মধ্যে আইসিএসই-তে এগিয়ে আছে পশ্চিমাংশের রাজ্যগুলি। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ভারত। দেশ এবং বিদেশের পরীক্ষার্থী মিলিয়ে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৫০ হাজার ২৪৯ জন, পাশের হার ৯৯.০৯ শতাংশ। অকৃতকার্য হয়েছে ২,৩০৮ জন, এদের মধ্যে ৭৪৭ জন ছাত্রী এবং ১,৫৬১ জন ছাত্র। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫২ হাজার ৫৫৭ জন।
অন্যদিকে, আইএসসি-তে এগিয়ে দক্ষিণ ভারত। দ্বিতীয় স্থানে পশ্চিমাংশের রাজ্যগুলি। দেশজুড়ে ৯৮ হাজার ৫৭৮ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন, পাশের হার ৯৯.০২ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৯২৭ জন, তাঁদের মধ্যে ৭১৩ জন ছাত্র এবং ২৬০ জন ছাত্রী রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৫৫১ জন।
পড়ুয়ারা ফলাফল সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইটে দেখতে পাবেন। সেটি হল - https://cisce.org অথবা https://results.cisce.org। এছাড়া ডিজিলকারের ওয়েবসাইট - https://results.digilocker.gov.in ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা।
এছাড়া, কোনও পড়ুয়া যদি খাতা রি-চেক করতে আগ্রহী থাকেন, তাহলে সিআইএসসিই-র পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আগামী ৪মে পর্যন্ত খোলা থাকবে পোর্টাল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন