'সারারাত উত্তরকন্যায় পাহারা দিয়েছি, আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন', নেপালে আটকদের বার্তা মমতার

People's Reporter: মমতা বলেন, ‘‘এখনই তাড়াহুড়ো করতে গিয়ে কোনও বিপদের মুখে পড়বেন না। চিন্তা করবেন না। একটু শান্তি ফেরাতে দিন। ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী দেশ, খুশি হব।’’
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি
Published on

অশান্তির আগুনে পুড়ছে প্রতিবেশী দেশ নেপাল। সে দেশে আটকে রয়েছেন বাংলার একাধিক নাগরিক। বুধবার তাঁদের অভয় দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দু-একদিনের মধ্যেই সকলকে ফিরিয়ে আনা হবে। তাড়াহুড়ো করে কেউ যেন নিজের বিপদ ডেকে না আনেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশে সমস্যা হচ্ছে। আমি গতকাল (মঙ্গলবার) সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন, আমরা দেখে নিতে পারি।”

মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন গিয়েই পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। এরপরেই মমতার নির্দেশে সীমান্তের নিরাপত্তা নিয়ে এসএসবি আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্য পুলিশের আধিকারিকেরা।

জানা গেছে, এদিন ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট যোগেশকুমার সিংহের সঙ্গে নিরাপত্তা নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব, দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। বৈঠক হয়েছে সীমান্ত নিরাপত্তা বিষয়ে।

এরপর মঙ্গলবার রাতেও নেপাল পরিস্থিতি নিয়ে অনেকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ রেঞ্জের পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কর্তাদের সঙ্গে উত্তরকন্যায় বৈঠক করেছেন মমতা।

এদিন এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘যেই শুনেছি নেপালে প্রবলেম, ছুটে এসেছি। আশা করছি, শান্তি ফিরে আসবে। মনিটরিং করছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমি জানি, অনেকে নেপালে বেড়াতে গিয়েছেন। আমি বলব, রাজ্য সরকারের তরফে আমরা এ বিষয়টা ‘টেক আপ’ করেছি। দু’-একটা দিন ধৈর্য ধরুন। আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব।’’

এরপরেই মমতা সাবধান করে বলেন, ‘‘এখনই তাড়াহুড়ো করতে গিয়ে কোনও বিপদের মুখে পড়বেন না। চিন্তা করবেন না। একটু শান্তি ফেরাতে দিন। ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী দেশ, খুশি হব।’’ এছাড়া নেপালে ভারতীয়রা সমস্যায় পড়লে দার্জিলিং জেলা পুলিশের হেল্পলাইনে ফোন করলে যথাসম্ভব সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, নেপালের পরিস্থিতি নিয়ে দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, সীমান্তে নাকা তল্লাশি হচ্ছে। রাজ্য প্রশাসন সতর্ক। লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে নেপাল পুলিশের সঙ্গে। উত্তরবঙ্গ থেকে নেপালের দূরত্ব বেশি নয়। সেকারণে সীমান্ত সংলগ্ন সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে রাজ্যের তরফে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in