'আমার "হাঁফ ছেড়ে বাঁচাতে" দিলীপদা আনন্দ পেয়েছেন এতেই আমি আনন্দিত! - এবার ময়দানে বাবুল

গতকাল ফের দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়। সরাসরি আক্রমণ না করলেও তির্যক ভঙ্গীতে লেখা এই পোষ্ট নজর কেড়েছে। এখনও পর্যন্ত এই পোস্টে মন্তব্য করেছেন ৩৩৫ জন।
দিলীপ ঘোষ ও বাবুল সুপ্রিয়
দিলীপ ঘোষ ও বাবুল সুপ্রিয়ফাইল ছবি সংগৃহীত
Published on

মন্ত্রিত্ব হারানোর পর থেকেই বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে কিছু বিষয়ে ঠান্ডা লড়াই চলছে বিজেপির একাংশের। গত কয়েকদিন ধরেই চলছে মন্তব্য, পালটা মন্তব্য। সেই ধারা বজায় রেখেই গতকাল ফের দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে সরাসরি মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়। যদিও সরাসরি আক্রমণ না করলেও তির্যক ভঙ্গীতে লেখা এই পোষ্ট নজর কেড়েছে নেট নাগরিকদের। এখনও পর্যন্ত এই পোস্টে মন্তব্য করেছেন ৩৩৫ জন এবং রিঅ্যাকশন দিয়েছেন প্রায় দেড় হাজার মানুষ।

গতকাল এক সংবাদমাধ্যমের পোষ্ট শেয়ার করে বাবুল সুপ্রিয় তাঁর ফেসবুক পেজে লেখেন – 'রাজ্য সভাপতি হিসেবে 'মনের আনন্দে' দিলীপদা অনেক কিছুই বলেন। আবারও বললেন, আমি শুনলাম। কিন্তু এই উক্তিটি কেন করলেন সেটা যদি এবারকার জন্য আমি 'স্বজ্ঞানে' বুঝেও না বুঝি তো ক্ষতি কি?? এটাই আমার প্রতিক্রিয়া!'

ওই পোষ্টেই বাবুল আরও লেখেন – 'আমার "হাঁফ ছেড়ে বাঁচাতে" দিলীপদা আনন্দ পেয়েছেন এতেই আমি আনন্দিত! উনি রাজ্য সভাপতি - সবার শ্রদ্ধার পাত্র! আমিও আন্তরিক শ্রদ্ধা জানালাম প্রিয় দিলীপদাকে!!'

বাবুল সুপ্রিয়র ফেসবুক পোষ্ট
বাবুল সুপ্রিয়র ফেসবুক পোষ্টবাবুল সুপ্রিয়র ফেসবুক পেজ থেকে স্ক্রীনশট

উল্লেখ্য, এর আগে বাবুল সুপ্রিয় মন্ত্রিত্ব হারানোর পর কিছু কথা লিখেছিলেন ফেসবুকে। পরে যে লেখা তিনি সংশোধন করে নেন দ্রুত। যা নিয়ে মন্তব্য করতে ছাড়েননি দিলীপ ঘোষ। বাবুল দিলীপ বিতর্কে এবার নতুন মাত্রা জুড়ে দিলো গতকালের বাবুলের ফেসবুক পোষ্ট।

ওইদিন বাবুল সুপ্রিয়র মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছিলেন - বুধবার পদত‍্যাগ করা ১২ জন মন্ত্রীর একজনও নেটমাধ্যমে এরকম মন্তব্য করেননি। যা বলার উনি (বাবুল) বলতে পারবেন। দিলীপ ঘোষ আরও বলেন - ‘তাঁকে (বাবুল) স্যাক (বরখাস্ত) করা হলে ভালো হত? পদ্ধতি মেনে হয়েছে। আপনি পদ ছাড়ুন, অন্য কেউ দায়িত্ব নিক। আপনাকে অন্য কাজে লাগানো হবে। সবাই তাই করেন। ১২ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। কেউ তো এমন লেখেননি? কাজের প্রতি আস্থা রাখা উচিত। পার্টির কাজ করছি, বিধায়ক-সাংসদ যা হয়েছি, সবই পার্টির জন্য।’

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in