এরকম RSS মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডাইরেক্ট BJP-র কেউ মুখ্যমন্ত্রী হলে ওয়েলকাম জানাব - হুমায়ুন কবীর

People's Reporter: হুমায়ুন বলেন, "মুসলমানদের মসজিদ তৈরি করতে বাধা দিচ্ছে, এদিকে সরকারি টাকায় ভুরি ভুরি মন্দির তৈরি হচ্ছে।“
মমতা ব্যানার্জিকে ‘আরএসএস মার্কা’ মুখ্যমন্ত্রী বলে আক্রমণ হুমায়ুন কবীরের
মমতা ব্যানার্জিকে ‘আরএসএস মার্কা’ মুখ্যমন্ত্রী বলে আক্রমণ হুমায়ুন কবীরেরগ্রাফিক্স - আকাশ
Published on

দল থেকে বহিষ্কার হয়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবীর-এর। মমতা ব্যানার্জিকে ‘আরএসএস মার্কা’ মুখ্যমন্ত্রী বলে আক্রমণ করলেন তিনি। পাল্টা নাম না নিয়ে হুমায়ুনকেও আক্রমণ করেছেন মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে হুমায়ুন বলেন, “মুখ্যমন্ত্রী মানুষের কাছ থেকে তহবিল নিয়ে জগন্নাথ মন্দির তৈরি করেন, দুর্গা পূজার জন্য তহবিল দেন। পুজো কমিটিগুলিকে ১,১০,০০০ টাকা দেওয়া হয়। ১১০০ কোটি টাকা দামের একটা জায়গা, নিউটাউন রাজারহাটে একটা মন্দির তৈরির জন্য দিয়ে দিয়েছেন। মুসলমানদের মসজিদ তৈরি করতে বাধা দিচ্ছে, এদিকে সরকারি টাকায় ভুরি ভুরি মন্দির তৈরি হচ্ছে।“

তিনি আরও বলেন, “এই ক্ষমতা ক’দিন থাকে, আমি বেঁচে থাকলে দেখব। মুসলিমদের বোকা বানাচ্ছে তৃণমূল। মুসলমানদের ভোট নিয়ে ক্ষমতায় আসছে। অথচ মুসলমান জনপ্রতিনিধিদের কোনও গুরুত্ব নেই। উনি আরএসএস-এর হয়ে কাজ করছেন। এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাব '।

উল্লেখ্য, বৃহস্পতিবার হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন হুমায়ুন। মসজিদের শিলান্যাসের জন্য ৬ ডিসেম্বর অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংসের দিনকেই বেছে নিয়েছিলেন তিনি। এই সমগ্র ঘটনায় তৃণমূলের তীব্র আপত্তি ছিল। কিন্তু নিজের অবস্থানে অনড় ছিলেন হুমায়ুন। শেষ পর্যন্ত তাঁকে দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল তৃণমূল।

মমতা ব্যানার্জিকে ‘আরএসএস মার্কা’ মুখ্যমন্ত্রী বলে আক্রমণ হুমায়ুন কবীরের
Humayun Kabir: হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল, ২২ ডিসেম্বর নতুন দল তৈরির ঘোষণা বিধায়কের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in