HS Result 2022: উচ্চমাধ্যমিকে প্রথম দিনহাটার অদিশা দেবশর্মা, পাশের হার ৮৮.৪৪%

পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ২৭ মার্চ। ২০২৩-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। আগামীবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম ভ্যেনুতে হবে না।
প্রথম স্থানে অদিশা দেবশর্মা
প্রথম স্থানে অদিশা দেবশর্মাছবি - সংগৃহীত

আজ ১০ জুন (শুক্রবার), এ বছরের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। কোভিড পরিস্থিতির কথা ভেবে এই বছর প্রথম হোমসেন্টারে হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই প্রথমবার এত কম সময়ের মধ্যে ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ হল।

এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,২০,৮৬২ জন। তাদের মধ্যে পাশ করেছেন ৬,৩৬,৮৭৫ জন। এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪%। ছেলেদের পাশের হার ৯০.১৯% এবং মেয়েদের পাশের হার ৮৬.৯৮%। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পাশের হার ৮৫.৫৯%। ৮৮.৩৫% পাশের হার রয়েছে তপশিলি জাতি এবং উপজাতির মধ্যে।

রাজ্যের মধ্যে ২ মেদিনীপুর, কালিম্পং এবং দক্ষিণ চব্বিশ পরগণাসহ ৭টি জেলায় পাশের হার ৯০%-র বেশি। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথমে দশে আছে ২৭২। তাঁদের মধ্যে ছাত্র ১৪৪ জন এবং ছাত্রী ১২৮ জন। মার্কশিট দেওয়া হবে ১০ দিন পর, ২০ জুন। পর্ষদের ওয়েবসাইট https://wbchse.nic.in/ -এ দেখা যাবে পরীক্ষার্থীদের ফল।

এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছে অদিশা দেবশর্মা। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। কোচবিহার জেলার দিনহাটা সোনীদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা। দ্বিতীয় স্থান অর্জন করেছে সায়নদীপ সামন্ত। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তন হাইস্কুলের ছাত্র সায়নদীপ। তৃতীয় স্থান অধিকার করেছে চারজন। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৬। তাদের মধ্যে রয়েছেন রোহিন সেন, পাঠভবন হাইস্কুলের ছাত্র। সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র। অভীক দাস, বর্ধমানের কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউশনের ছাত্র। পরিচয় পারি, পশ্চিম মেদিনীপুর জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তন স্কুলের ছাত্র।

এছাড়াও ৪৯৫ পেয়ে চতুর্থ স্থানে আছে আটজন। ৪৯৪ পেয়ে পঞ্চম স্থানে আছে ১১ জন। ৪৯৩ পেয়ে ষষ্ঠস্থানে রয়েছে ৩২ জন। সপ্তম স্থানে আছে ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২। অষ্টম স্থানে আছেন ৫৫ জন, প্রাপ্ত নম্বর ৪৯১। ৪৯০ পেয়ে নবম স্থানে রয়েছেন ৫৪ জন। ৪৮৯ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে দশম স্থানে রয়েছেন মোট ৬৯ জন।

প্রসঙ্গত, মোট ৫৬টি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে। পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ২৭ মার্চ। ২০২৩-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। আগামীবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম ভ্যেনুতে হবে না।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in