

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করা সত্ত্বেও পাস করানোর দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দিল ছাত্র-ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের ঘাটাল বিশালাক্ষী উচ্চ বিদ্যালয়ে। ওই স্কুলে এ বছরে ১১৭ জন পরীক্ষার্থী এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসে। তারমধ্যে ৩৭ জন পড়ুয়া ফেল করে।
গতকাল স্কুলে রেজাল্ট নেওয়ার সময় তারা বিক্ষোভ দেখায়। আজ একইভাবে তারা ক্ষোভে ফেটে পড়ে। স্কুলের গেটে তালা দেয় ফেল করা পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এর পাশাপাশি তারা রাস্তা অবরোধে সামিল হয়। তাদের অভিযোগ স্কুলের গাফিলতির কারণে শিক্ষকরা বোর্ডে ঠিকঠাক নম্বর না পাঠানোর কারণে তারা ফেল করেছে। তারা সকলকে পাস করিয়ে দেওয়ার দাবি জানায়।
এদিকে অভিভাবকরাও একই দাবি জানিয়েছে। যেহেতু এই বছর করোনা আবহে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হয়নি তাই সবাইকে পাশ করিয়ে দেওয়ার দাবি জানায়। এদিকে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছে তারা চান না কোনোভাবেই স্কুলের ছাত্রছাত্রীরা ফেল করুক। এবারের নিয়ম অনুযায়ী স্কুল কাউন্সিলে ছাত্র-ছাত্রীদের নম্বর পাঠিয়েছিল। এ ব্যাপারে কোন গাফিলতি হয়নি।
প্রধান শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কাছে পাশের জন্য আবেদনপত্র চান। সেই আবেদনপত্র তিনি কাউন্সিলে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন