HS Results 21: পাস করানোর দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দিল ছাত্র-ছাত্রীরা

তাদের অভিযোগ স্কুলের গাফিলতির কারণে শিক্ষকরা বোর্ডে ঠিকঠাক নম্বর না পাঠানোর কারণে তারা ফেল করেছে।
HS Results 21: পাস করানোর দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দিল ছাত্র-ছাত্রীরা
নিজস্ব চিত্র
Published on

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করা সত্ত্বেও পাস করানোর দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দিল ছাত্র-ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের ঘাটাল বিশালাক্ষী উচ্চ বিদ্যালয়ে। ওই স্কুলে এ বছরে ১১৭ জন পরীক্ষার্থী এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসে। তারমধ্যে ৩৭ জন পড়ুয়া ফেল করে।

গতকাল স্কুলে রেজাল্ট নেওয়ার সময় তারা বিক্ষোভ দেখায়। আজ একইভাবে তারা ক্ষোভে ফেটে পড়ে। স্কুলের গেটে তালা দেয় ফেল করা পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এর পাশাপাশি তারা রাস্তা অবরোধে সামিল হয়। তাদের অভিযোগ স্কুলের গাফিলতির কারণে শিক্ষকরা বোর্ডে ঠিকঠাক নম্বর না পাঠানোর কারণে তারা ফেল করেছে। তারা সকলকে পাস করিয়ে দেওয়ার দাবি জানায়।

এদিকে অভিভাবকরাও একই দাবি জানিয়েছে। যেহেতু এই বছর করোনা আবহে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হয়নি তাই সবাইকে পাশ করিয়ে দেওয়ার দাবি জানায়। এদিকে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছে তারা চান না কোনোভাবেই স্কুলের ছাত্রছাত্রীরা ফেল করুক। এবারের নিয়ম অনুযায়ী স্কুল কাউন্সিলে ছাত্র-ছাত্রীদের নম্বর পাঠিয়েছিল। এ ব্যাপারে কোন গাফিলতি হয়নি।

প্রধান শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কাছে পাশের জন্য আবেদনপত্র চান। সেই আবেদনপত্র তিনি কাউন্সিলে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in