HS Result 21: উচ্চমাধ্যমিকে সব অনুত্তীর্ণ পড়ুয়াকে পাশ করানোর সিদ্ধান্ত 'মানবিক' সরকারের

সোমবার দুপুরে বিদ‍্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠক করে সংসদ সভাপতি মহুয়া দাস জানান, "আমাদের সরকার মানবিক। তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে সমস্ত পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
প্রতীকী ছবি
প্রতীকী ছবি সৌজন্যে- দ্য স্ক্রল

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই রাজ‍্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছিলেন অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল পরীক্ষাই যেখানে হয়নি সেখানে ফেল কিভাবে হয়! লাগাতার বিক্ষোভের জেরে সমস্ত অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সোমবার দুপুরে বিদ‍্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠক করে সংসদ সভাপতি মহুয়া দাস জানান, "আমাদের সরকার মানবিক। তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে সমস্ত পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

গত ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় পাশের হার ৯৭.৬৯ শতাংশ। অসফল হয়েছেন প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী। এরপরই বিক্ষোভ শুরু করেন তাঁরা। কোথাও স্কুলের গেটে তালা ঝুলিয়ে শিক্ষকদের আটকে দিয়ে, কোথাও স্কুল ভাঙচুর করে আবার কোথাও রাস্তা ঘেরাও করে।

পরিস্থিতি এতোটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নবান্নে তলব করা হয় সংসদের সভাপতি মহুয়া দাসকে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মণীশ জৈন এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সম্পূর্ণ বিষয়টি সহানুভূতির সাথে দেখার অনুরোধ করেন তাঁরা।

এরপরই আজ ১০০ শতাংশ পাশের কথা ঘোষণা করেন মহুয়া দাস। তবে পরীক্ষার্থীদের বিক্ষোভে সংসদের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, কিছু পরীক্ষার্থী এতো কম নাম্বার পেয়েছেন যে মূল্যায়নে তাদের পাশ করানো যায়নি। যেমন বিজ্ঞান বিভাগে পাশ নম্বর ছিল ২১, কলা বিভাগে ২৪। অনেক পড়ুয়া এক অঙ্কের সংখ‍্যাও পেরোতে পারেননি। প্র‍্যাক্টিক‍্যালে শূন্য পেয়েছেন অনেকেই। তাই তাঁদের মূল‍্যায়নে পাশ করানো যায়নি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in