
প্রকাশ্য দিবালোকে থানার মধ্যে হঠাৎই বিষ্ফোরণ। হ্যাঁ, ঠিক এই ঘটনাই ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার মালখানায়।
সূত্রের খবর, সোমবার দুপুর ১টা নাগাদ বিকট আওয়াজে কেঁপে উঠল বহরমপুর থানা। থানার দোতলায় রয়েছে গুদামঘর। সূত্রের খবর, সেখানেই ঘটেছে বিষ্ফোরণ। এই ঘটনায় চার পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের হাতে এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহতরা সকলেই বহরমপুর থানার কনস্টেবল। তাঁদের সকলকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এই বিষ্ফোরণের ঘটনা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং ভয়ভীতির সঞ্চার হয়েছে এলাকাবাসীর মনে। এ প্রসঙ্গে বহরমপুর থানার বক্তব্য, মূলত গুদামঘরে থাকা একটি ব্যাটারি ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। আবার অনেকের মতে, গুদামঘরে বোমা মজুত রাখার কারণেই এই বিষ্ফোরণ ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁঁছেছে দমকলের একটি ইঞ্জিন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন