Hooghly: লোকাল ট্রেন চালু ও টিকিটের দাবীতে ট্রেন অবরোধ পান্ডুয়ায়

স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে৷ এই দাবিতে পাণ্ডুয়ায় সোমবার সকাল থেকে শুরু হয় স্থানীয়দের অবরোধ৷ বর্ধমান-হাওড়া মেইন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল৷
লোকাল ট্রেন চালানোর দাবিতে পান্ডুয়া স্টেশনে রেল অবরোধ
লোকাল ট্রেন চালানোর দাবিতে পান্ডুয়া স্টেশনে রেল অবরোধনিজস্ব চিত্র
Published on

স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে৷ এই দাবিতে পাণ্ডুয়ায় সোমবার সকাল থেকে শুরু হয় স্থানীয়দের অবরোধ৷ বর্ধমান-হাওড়া মেইন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল৷ নাকাল হতে হয় নিত্য যাত্রীদের৷ অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ৷ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা৷ কিন্তু দাবি মানা না হলে অবরোধ তোলা হবে না বলে জানিয়ে দেন স্থানীয়রা৷

দৈনিক সংক্রমণ কমে যাওয়ায় রাজ্যে শিথিল হয়েছে করোনা বিধিনিষেধ৷ কিন্তু এখনও লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি নবান্ন৷ চলছে শুধু স্টাফ স্পেশাল ট্রেন৷ এদিকে লোকাল ট্রেন বন্ধ থাকায় স্টেশনের টিকিট কাউন্টারও বন্ধ৷ কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে জড়িতরা মান্থলি টিকিট কেটে ট্রেনে যাতায়াতের অনুমতি পেয়েছেন৷ স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে গেলেই হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের৷ অভিযোগ, ট্রেনে উঠলেই মারধর করা হয়৷ চলে ধরপাকড়ও৷ এই সবকিছুর প্রতিবাদে এদিন রেললাইনে নেমে বিক্ষোভ দেখান সাধারণ যাত্রীরা৷

বিক্ষোভকারীদের দাবি, স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াতে হবে এবং আগের মতো টিকিট কেটে ট্রেনে ওঠার ব্যবস্থা চালু করতে হবে৷ তাঁরা আরও জানিয়েছেন বর্ধমান-হাওড়া মেইন লাইনে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টায়৷ ১ অগাস্ট থেকে সেই ট্রেন বাতিল করা হয়েছে৷ এছাড়া হাওড়া থেকে বর্ধমানগামী বেশ কিছু ট্রেন চলছে না৷ ওই সব ট্রেন চালানোর দাবি জানান বিক্ষোভকারীরা৷

তাঁরা জানিয়েছেন, ট্রেনে উঠতে না পারায় কর্মস্থলে যেতে খুব অসুবিধা হচ্ছে৷ আবার সকাল ও বিকালের দিকে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে৷ অবিলম্বে ওই সব ট্রেন চালু করা না হলে বিক্ষোভ চলবে৷

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in