আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান ফেরাল আরও এক পুজো কমিটি, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা

People's Reporter: ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি অনুদান চাই না, বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আগামী বছর আবার সরকারি অনুদান নেবে তারা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান ফেরাল আরও এক পুজো কমিটি, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা
প্রতীকী ছবি
Published on

আর জি কর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর সরকারি অনুদান ৮৫ হাজার টাকা প্রত্যাখান করল রাজ্যের আরও এক পুজো কমিটি। হুগলির শ্রীরামপুরের বৈদ্যবাটী সদগোপপাড়া মহিলা মিলন চক্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অনুদান নেবে না তাঁরা। ধর্ষণ-খুনের বিচারের দাবি জানিয়েছে তাঁরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আগামী বছর আবার সরকারি অনুদান নেবে তাঁরা।

ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে এবং থানায় চিঠি দিয়ে জানানো হয়েছে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে তাঁরা এবার পুজোর অনুদান নেবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলেই আগামী বছর তাঁরা ফের দুর্গাপুজোর অনুদান নেবে।

এবিষয়ে শ্রীরামপুরের বৈদ্যবাটী সদগোপপাড়া মহিলা মিলন চক্র পুজো কমিটির সভাপতি তপতী মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘‘আমরা মায়ের জাত। আমাদের কাছে মেয়েদের সুরক্ষা সবচেয়ে আগে। আমরা মনে করি, হাসপাতাল সব চেয়ে নিরাপদ জায়গা। আর সেই হাসপাতালেই যদি এক মহিলা চিকিৎসকের সঙ্গে এমন নারকীয় ঘটনা হয়, তা হলে তো তার প্রতিবাদ করতেই হয়। আমরা এ বছর সরকারের অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় কি না দেখি, তার পর অনুদান নিয়ে ভাবব।’’

পুজো কমিটির সদস্য মহালক্ষ্মী মুখোপাধ্যায় বলেন, ‘‘যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, আমরা মহিলারা তার প্রতিবাদ করবই। অনুদান চাই না, আমরা চাই বিচার।’’

উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে ন’টি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখান করেছে। সেগুলি হল, উত্তরপাড়ার বৌঠান সঙ্ঘ, উত্তরপাড়া শক্তি সঙ্ঘ, আপনাদের দুর্গাপুজো, কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তারকেশ্বরের আর এক ক্লাব, জয়নগর মজিলপুর পুরসভার ৭ ও ১৪ নম্বর ওয়ার্ড, মুর্শিদাবাদের কৃষ্ণপুর সন্ন্যাসীতলা মহিলা দুর্গোৎসব কমিটি এবং কলকাতার মুদিয়ালি আমরা ক’জন ক্লাব।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান ফেরাল আরও এক পুজো কমিটি, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা
RG Kar Case: 'অপরাধীর ক্ষমা নেই' - সর্বোচ্চ শাস্তির দাবিতে গণ-আবেদন প্রক্রিয়া চালু CPIM-র
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি অনুদান ফেরাল আরও এক পুজো কমিটি, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা
আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুলিশের চাকরী প্রত্যাখান মৃত ট্রাফিক সার্জেন্টের স্ত্রী-মেয়ের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in