Hooghly: খুলে গেল গোন্দলপাড়া জুট মিল
রবিবার সকাল থেকে খুলে গেল গোন্দলপাড়া জুট মিল নিজস্ব চিত্র

Hooghly: খুলে গেল গোন্দলপাড়া জুট মিল

গত কয়েকদিন আগেই এই জুটমিলের পাট বিভাগে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। শ্রমিকপক্ষের অভিযোগ অনুসারে জুটমিল মালিক পক্ষের তরফ থেকে একতরফা ভাবে জুটমিল বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

রবিবার সকাল থেকেই আবার নতুন করে চন্দননগর গোন্দলপাড়া জুটমিল খুলে গেল। গত কয়েকদিন আগেই এই জুটমিলের পাট বিভাগে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। শ্রমিকপক্ষের অভিযোগ অনুসারে জুটমিল মালিক পক্ষের তরফ থেকে একতরফা ভাবে জুটমিল বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শনিবার দুপুরে ডি এল সির কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠকের পর রবিবার সকাল থেকে চন্দননগরের ঐ জুটমিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জুটমিল খুলে যাওয়ায় শ্রমিকরা খুশি।

গত ৫ জুলাই সোমবার সকালে আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছিলো গোন্দলপাড়া জুট মিল। সকালে কাজে গিয়ে কারখানার গেটে নোটিশ দেখতে পেয়েছিলেন শ্রমিকরা। এর আগে প্রায় আড়াই বছর বন্ধ ছিলো গোন্দলপাড়া জুট মিল। গত বছরের ১ লা নভেম্বরই মিল ফের খোলে।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in