‘তাঁর মনে হয়েছে, তাই তৃণমূলে গেছেন, আমার কিছু বলার নেই’ - প্রণব পুত্র প্রসঙ্গে অধীর চৌধুরী

অন্যদিকে তিনি শুভেন্দুর নাম করে এদিন কড়া ভাষায় আক্রমন শানিয়ে বলেন, ' কোনো ব্যক্তি আইনি প্রক্রিয়া যুক্ত থাকলে কখনোই এভাবে দেখা করতে পারেন না। এর জবাব সলিসিটর জেনারেলকে দিতে হবে।'
অধীর চৌধুরী
অধীর চৌধুরী নিজস্ব চিত্র

সলিসিটর তুষার মেহেতা ও শুভেন্দু অধিকারী সাক্ষাৎ নিয়ে এবার সরাসরি তোপ দাগলেন কংগ্রেস পরিষদীয় নেতা অধীর চৌধুরী। তিনি সাফ জানিয়ে দেন আইনি প্রক্রিয়ায় যুক্ত থাকা কোনো ব্যক্তির সঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহেতা দেখা করতে পারেন না। সোমবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান।

এর আগে সলিসিটর জেনারেল ও শুভেন্দুর সাক্ষাৎ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার বিষয়টি নিয়ে সরাসরি রাষ্ট্রপতির কাছে দরবারও করেছে তারা। তৃণমূলের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন অধীর চৌধুরী। তাঁর কথায় এটি সঠিক পদক্ষেপ। এ প্রসঙ্গে তিনি বলেন, ' আমি আগেই জানিয়ে ছিলাম এখান থেকে কিছু হবে না। দিল্লিতে নিয়ে গিয়ে দরবার করতে হবে। তাই দিল্লিতে গিয়ে তৃণমূল যে অভিযোগ জানিয়েছে তা একেবারে সঠিক কাজ হয়েছে।'

অধীর চৌধুরী
Congress: লোকসভায় নতুন মুখের সন্ধানে দল, অধীরকে সরিয়ে বার্তা তৃণমূলকে?

অন্যদিকে তিনি শুভেন্দুর নাম করে এদিন কড়া ভাষায় আক্রমন শানিয়ে বলেন, 'কোনো ব্যক্তি আইনি প্রক্রিয়ায় যুক্ত থাকলে কখনোই এভাবে সলিসিটর জেনারেলের সাথে দেখা করতে পারেন না। এটা স্বাভাবিক ভাবেই নিয়ম নীতি বিরুদ্ধ। তাই এর জবাব সলিসিটর জেনারেলকে দিতে হবে'

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নিজের অবস্থানে অনড় রইলেন অধীর। তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন ফের একবার।

আজই জল্পনা ভেঙে তৃণমূলে যোগ দিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সে প্রসঙ্গে তিনি বলেন, যার যাওয়ার হয়েছে গেছেন। এ নিয়ে আমার কিছু বলার নেই। যিনি গেছেন তিনি বলতে পারবেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in