

সোমবার হলদিয়া বন্দরকর্মীদের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে ব্যাপকভাবে জয়ী হল বাম-প্রগতিশীল প্যানেল। ১৫ টির মধ্যে ১২ টি আসন পায় বাম। তৃণমূল পায় তিনটি। বিজেপি কোনো আসনেই জয়ী হয়নি।
অভিযোগ, বহুদিন ধরে তৃণমূলের তরফ থেকে নির্বাচন বন্ধ রাখা হয়েছিল সমবায় সমিতিতে। অবশেষে, বন্দরের শ্রমিক-কর্মচারী ও অফিসারদের চাপে এই সমবায় সমিতিতে ভোট করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। জানা গেছে, হলদিয়া বন্দরের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির মোট সদস্য ৬৬১ জন। ভোট দিয়েছিলেন ৬১৩ জন। মোট ১৫ আসনে প্রার্থী ছিলেন ৪৫ জন।
সূত্রের খবর, ওই নির্বাচনে বাম-প্রগতিশীলের মধ্যে সবথেকে বেশি ভোটে জয়লাভ করেছেন সীমা বেরা। তিনি ২৮৮ ভোটের ব্যবধানে আইএনটিটিইউসি সমর্থিত প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন।
ডক ইনস্টিটিউটের পর এই কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনেও বিজেপি ও তৃণমূলের পরাজয় ঘটলো। বন্দরের ক্রেডিট কো অপারেটিভ সোসাইটিতে বাম-প্রগতিশীল প্রার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন কলকাতা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের ডেপুটি জেনারেল সেক্রেটারি বিমান মিস্ত্রি, সুব্রত পন্ডা, অচিন্ত্য শাসমল সহ ইউনিয়নের নেতৃত্ববৃন্দ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন