

হাওড়ার ঘুসুড়িতে গুদামের ছাদ ভেঙে বিপত্তি। জানা গেছে, এই দুর্ঘটনায় নিহত চার শ্রমিক। ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে পড়ে থাকার আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে ঘুসুড়়ির জেএন মুখার্জি রোডের একটি ছাঁট কাপড়ের গুদামে। স্থানীয় সূত্রে জানা যায়, জোরে কোনও কিছু পড়ার শব্দ পান তাঁরা। এরপর ঘটনাস্থলে পৌঁছে দেখেন গুদামের ছাদের একাংশ ভেঙে পড়ে আছে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন তাঁরা।
ঘটনাস্থলে পৌঁছান হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। পুলিশ সূত্রে খবর, ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন - মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাতো। স্থানীয় সূত্রে খবর, রাতে চার শ্রমিক সহ আরও কয়েকজন গুদামে ঘুমাচ্ছিলেন। ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে পড়ে থাকার আশঙ্কা।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই ধ্বংসস্তূপের নীচ থেকে প্রথমে একজনকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় আরও তিন জনকে। তাঁদের দেহে অবশ্য প্রাণের স্পন্দন মেলেনি। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন