বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে বাংলায় আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগামী ২ অক্টোবর সিপিআইএম-র যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI) -এর রাজ্য সম্মেলন। ওই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। তাঁকেই প্রধান বক্তা হিসাবে আনা হচ্ছে।
মানিক সরকার
মানিক সরকারফাইল ছবি সংগৃহীত
Published on

ত্রিপুরায় ক্ষমতায় এসে বিজেপি সরকার কীভাবে রাজ্যবাসীর ক্ষতি করছে, বঙ্গে এবার সেই নিদর্শন তুলে ধরতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিজেপি ছাত্র-যুব সমাজকে বিপথে পরিচালনা করছে, মূলত তা বোঝাতেই তাঁর বঙ্গে আসা। আগামী ২ অক্টোবর সিপিআইএম-র যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI) -এর রাজ্য সম্মেলন। ওই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। তাঁকেই প্রধান বক্তা হিসাবে আনা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে উপনির্বাচন। ফলপ্রকাশ ৩ অক্টোবর। গত বিধানসভা নির্বাচনে বামেদের প্রচারে বিজেপি এবং তৃণমূল একযোগে বিরোধিতার বিষয়টিকে মানুষ ভালোভাবে মেনে নেননি। মুখ থুবড়ে পড়তে হয় বামেদের। বিজেপির বিরোধিতা ঘাটতি ছিল স্বীকার করেছে খোদ সিপিআইএম নেতৃত্ব। পাশাপাশি সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী মঞ্চের শামিল বামেরা। তাই মূল শত্রু যে এখন বিজেপি, তা ঠারেঠোরে বোঝাতে চাইছেন সিপিআইএম নেতৃত্ব।

কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে রায়গঞ্জে যুব সংগঠনের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সুর চড়াবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। থাকবেন পার্টির পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ও যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে ওই সম্মেলনে মানিক সরকার বিজেপি বিরোধিতা করবেন তা স্পষ্ট। সম্প্রতি, বিজেপির আক্রমণে সিপিএমের কয়েকটি পার্টি অফিস আক্রান্ত হয়। আগরতলায় সিপিএমের রাজ্য দফতর ও পার্টির মুখপত্র দেশের কথা পত্রিকা-সহ বেশ কয়েকটি দফতরে আগুনও লাগিয়ে দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত হয় চলতি সপ্তাহের সোমবার থেকে। সিপিআইএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয়ে হামলা হয়। অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ক্ষুব্ধ এলাকার সিপিএম কর্মীরা রাজ্যজুড়ে ধিক্কার মিছিল বের করেন। দাবি, পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in