PM Narendra Modi: পাখির চোখ বিধানসভা ভোট! চলতি মাসেই দমদমে সভা মোদীর, এবছরই হবে আরও সাতটি

People's Reporter: গত ২৯ মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং ১৮ জুলাই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসেছিলেন মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীফাইল ছবি
Published on

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। সেটাকে পাখির চোখ করে তৃতীয়বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগস্টের তৃতীয় সপ্তাহ নাগাদ দমদমে সরকারি প্রকল্প উদ্বোধনের জন্য আসবেন মোদী। পাশাপাশি প্রশাসনিক বৈঠক সেরে জনসভাও করার কথা রয়েছে মোদীর।

গত ২৯ মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং ১৮ জুলাই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসেছিলেন মোদী। দু'বারই প্রশাসনিক এবং রাজনৈতিক - দু'রকমই সভা করেন মোদী। বিজেপি সূত্রে বর, দমদমেও একই রকম সভা করবেন মোদী।

জানা যাচ্ছে, দমদমের সেন্ট্রাল জেল ময়দানে জনসভা মঞ্চের পিছনেই প্রশাসনিক সভার মঞ্চ তৈরি হবে। প্রথমে প্রধানমন্ত্রী সেখানেই যাবেন। কিছু সুরকারি প্রকল্পের শিলান্যাস করবেন। যার মধ্যে ইতিমধ্যেই তৈরি কোনও প্রকল্পের উদ্বোধনও মোদীর কর্মসূচির তালিকায় থাকতে পারে। দমদমের প্রশাসনিক কর্মসূচিতে কলকাতা মেট্রোর কোনও প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। তবে সে সব এখনও স্পষ্ট জানানো হয়নি। এরপরেই জনসভা মঞ্চে বক্তব্য রাখবেন মোদী।

বিজেপি সূত্র জানাচ্ছে, চলতি বছরে ডিসেম্বর পর্যন্ত বাংলায় মোট ১০টি প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী। আরও জানা গেছে, আগামী বছরের প্রথমে প্রধানমন্ত্রীকে সামনে রেখে বিগ্রেড সমাবেশের প্সমাবেশের পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in