পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে তুমুল মারপিট তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে

জামুড়িয়ার এক নম্বর ব্লকে রবিবার প্রতিবাদ মিছিল শুরু হয় আকলপুর ব্রিজ থেকে। মিছিল মণ্ডলপুর পৌঁছলে তৃণমূলের একটা অংশ বাধা দেয় বলে অভিযোগ ওঠে।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে তুমুল মারপিট তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে
ফাইল চিত্র

আবারও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এল তৃণমূলের। ঘটনাটি পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার। ঘটনায় বচসা, হাতাহাতির জেরে আহত হন একজন।

ঘাসফুল শিবিরের একটা অংশের অভিযোগ, সদ্য যাঁরা সিপিএম-বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের নিয়ে মিছিল হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্তও হন অভিযোগকারীরা। উল্টোদিকে মিছিলে হাঁটা আর এক পক্ষের অভিযোগ, মিছিলে বহিরাগদের দিয়ে হামলা চালানো হয়।

জানা গিয়েছে, জামুড়িয়ার এক নম্বর ব্লকে রবিবার প্রতিবাদ মিছিল শুরু হয় আকলপুর ব্রিজ থেকে। মিছিল মণ্ডলপুর পৌঁছলে তৃণমূলের একটা অংশ বাধা দেয় বলে অভিযোগ ওঠে। বহিরাগতদের নিয়ে মিছিল করার অভিযোগ ওঠে ব্লক সভাপতি সাধন রায়ের বিরুদ্ধে। এর প্রতিবাদে মিছিলে ডাক না পাওয়া নেতা-কর্মীরা সরব হন। মিছিল থামিয়ে এই নিয়ে সাধন রায় এবং মিছিলে হাঁটা কর্মীদের মধ্যে দ্বন্দ্ব বাধে।

দুই পক্ষের বচসা হাতাহাতিতে পরিণত হয়। লাঠি নিয়ে কর্মীরা একে অপরের দিকে তেড়ে যান। শেখ সুখলাল মণ্ডল নামক এক ব্যক্তির মাথা ফাটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জামুড়িয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানিয়েছে।

মিছিলে ডাক না পাওয়া তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি পিন্টু দত্তের অভিযোগ, 'আমরা শুধু প্রতিবাদ জানিয়েছিলাম। তাই মিছিল শেষ হতেই আমাদের ওপর হামলা চালানো হয়। প্রতিবাদীরা আক্রান্ত হয়েছেন। আমাদের মধূসূদন মাঝি, মিহির আঢ্যরা গুরুতর জখম।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in