WB By-Polls: বিজেপির দাবি মেনে রাজ্যের ছয় জেলায় আবাস প্রকল্প বন্ধের নির্দেশ নির্বাচন কমিশনের

People's Reporter: মঙ্গলবার নির্বাচন কমিশন জানায়, রাজ্যের চার জেলার সর্বত্র এবং দুই জেলার তিন বিধানসভা এলাকায় আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির কাজ বন্ধ থাকবে।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত
Published on

আগামী মাসেই রাজ্যের ছয় বিধানসভা নির্বাচনে উপনির্বাচন। তার আগে রাজ্যের চার জেলার সর্বত্র এবং দুই জেলার তিন বিধানসভা এলাকায় আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির অভিযোগের পরেই মঙ্গলবার এই নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই ওই ছ’টি জায়গায় আদর্শ আচরণ বিধি জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান বিজেপির একটি প্রতিনিধি দল। সেখানে তারা জানান, বাংলা আবাস যোজনায় পাকা বাড়ির জন্য এক লক্ষ ৩০ হাজার টাকা সরকারি অনুদানের যাচাই করা (ভেরিফিকেশন)-র কাজ শুরু হয়েছে সোমবার থেকে। বিজেপির অভিযোগ, আদর্শ আচরণ বিধি চলাকালীন আবাস যোজনার কাজ চললে ভোটারদের উপর প্রভাব পড়তে পারে।

সেই দাবি মেনে মঙ্গলবার নির্বাচন কমিশন জানায়, কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের সর্বত্র বন্ধ থাকবে আবাস যোজনা প্রকল্পের কাজ। এছাড়া জলপাইগুড়ি এবং উত্তর ২৪ পরগণার অন্তর্গত তিন বিধানসভা এলাকায় আবাস যোজনার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপনির্বাচন না মেটা পর্যন্ত এই কাজ বন্ধ রাখা হবে। জলপাইগুড়ি ও উত্তর ২৪ পরগণার বাকি এলাকায় চলবে কাজ।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্র কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট (এই বিধানসভার কিছু অংশ জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে), উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং বাঁকুড়ার তালড্যাংরায় উপনির্বাচন রয়েছে। আগামী ২৩ নভেম্বর ভোট গণনা।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in