
"নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল। যে দিকে নাচাবেন, সে দিকেই নাচবেন"। বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে আয়োজিত সভা থেকে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
সম্প্রতি রাজ্যের চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে ভোটার তালিকায় নাম নথিভুক্তের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। যাঁদের মধ্যে দু’জন ‘নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা ইআরও) এবং ‘সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা এইআরও)।
দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই চার আধিকারিককে সাসপেন্ড করার কথা জানিয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ওই চার আধিকারিককের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা।
এদিন ঝাড়গ্রামের সভায় মমতা জানান, কমিশনের এই নির্দেশ মানা হবে বা। তিনি বলেন, "আমি কারও কোনও পানিশমেন্ট (শাস্তি) হতে দেব না"। নির্বাচনে এখনও দেরী থাকা সত্ত্বেও অতিসক্রিয় কমিশন বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে"।
এরপরেই নাম না করে নির্বাচন কমিশনকে ‘বিজেপির বন্ডেড লেবার (ক্রীতদাস)’ বলে আক্রমণ করেন মমতা। তিনি অভিযোগ করেন, রাজ্যের সরকারি অফিসার এবং পুলিশকে ভয় দেখাচ্ছে কমিশন। ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ যাবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।
মমতার অভিযোগ, এনআরসি চালুর উদ্দেশ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজ শুরু করছে কমিশন। সম্প্রতি রাজ্যের কয়েকজনের কাছে নাগরিকত্ব প্রমাণ চেয়ে নোটিশ পাঠিয়েছে আসাম সরকার। যা নিয়ে ক্ষোভ উগরে তিনি বলেন, "কোচবিহারের রাজবংশী ভাষাভাষী তফসিলি জনজাতিভুক্ত মানুষকে আপনারা নোটিস পাঠাচ্ছেন অসম থেকে! এটা অপরাধ। এটা করতে পারেন না"।
মুখ্যমন্ত্রীর আবেদন, "এনআরসি হবে না। এনআরসি মানি না। নোটিস পাঠালে কেউ যাবেন না। গেলেই জেলে পুরে দেবে"। এমনকি তাঁর অভিযোগ, আসামে সাত লক্ষ বাঙালির নাগরিকত্ব কেড়ে নিয়েছে। এরপরেই মালদার এক আদিবাসী মহিলাকে ছত্তিশগড় থেকে তুলে এনে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা। তিনি বলেন, "ভোটার লিস্টের নামে বিজেপি পার্টির লিস্ট তৈরি করবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন