Digha: ১ কেজির দাম প্রায় ১৩ হাজার টাকা, ১ কোটি টাকার 'তেলিয়া ভোলা' মাছ বিক্রি হল দীঘাতে

দীঘা মোহনায় প্রায় ৩৩ টি তেলিয়া ভোলা মাছ "মা বাসন্তী" নামের এক ট্রলার নিয়ে আসে।
Digha: ১ কেজির দাম প্রায় ১৩ হাজার টাকা, ১ কোটি টাকার 'তেলিয়া ভোলা' মাছ বিক্রি হল দীঘাতে
নিজস্ব চিত্র

আজ দীঘাতে এক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ বিক্রি হল। ১২ হাজার ৬০০ টাকা করে কিলোদরে এই মাছ বিক্রি হয়েছে। 'মা বাসন্তী' নামে একটি ট্রলার ৩৩ টি তেলিয়া ভোলা নিয়ে আসে। শ্যামসুন্দর দাসের আড়তে এই মাছটি বিক্রি হয়।

সূত্রের খবর, দীঘা মোহনায় প্রায় ৩৩ টি তেলিয়া ভোলা মাছ "মা বাসন্তী" নামে ট্রলার নিয়ে আসে। মাছগুলি দীঘা মোহনার সেক্রেটারি শ্যামসুন্দর দাসের কাছে বিক্রি করে। যার মূল্য এক কোটি টাকারও বেশি। কলকাতার কেএমপি কোম্পানি এই মাছটি বিদেশের বাজারে বিক্রি করবে।

নিজস্ব চিত্র

এই মাছের পটকা থেকে ক্যাপসুল তৈরি হয়, সেই সঙ্গে অপারেশনের সময় যে সুতো লাগে সেটি এই মাছের পটকা থেকে তৈরি হয়। এই তেলিয়া ভোলার যকৃৎ থেকেও একরকম তেল তৈরি হয়। চিকিৎসা বিজ্ঞানে এর বেশ কদর আছে। মাছটি কেনার জন্য কার্যত ওত পেতে থাকেন এক্সপোর্টাররা। তাই এই মাছটির এত দাম বলে জানা যাচ্ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in