নিয়োগের দাবিতে ঝাড়গ্রামে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের ডেপুটেশন

তাঁদের দাবি - তাঁরা ২০১৪ সালে টেস্ট পাস করলেও তাদের এখনও নিয়োগ করা হয়নি। ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্তদের ধাপে ধাপে নিয়োগ করা হবে।
নিয়োগের দাবিতে ঝাড়গ্রামে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের ডেপুটেশন
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের নিকট প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাশ করা প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার লিখিতভাবে ডেপুটেশন জমা দিলেন।

তাঁদের দাবি - তাঁরা ২০১৪ সালে টেস্ট পাস করলেও তাদের এখনও নিয়োগ করা হয়নি। ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্তদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু তাঁদের এখনও নিয়োগের কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তাই তাঁরা তাঁদের বঞ্চনার কথা তুলে ধরার জন্য বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে তাদের দাবি গুলি পেশ করেন। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন তাঁরা। করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডি এল এড ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in