WB Weather Update: দূর্গাপুজোতেও বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গ জুড়ে! কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?

People's Reporter: শুক্রবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
দূর্গাপুজোতেও বৃষ্টি সম্ভাবনা দুই বঙ্গ জুড়ে?
দূর্গাপুজোতেও বৃষ্টি সম্ভাবনা দুই বঙ্গ জুড়ে? প্রতীকী ছবি
Published on

দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো। আর এবার পুজোতেও বৃষ্টির ভ্রূকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি হবে। শনিবারের পর বৃষ্টি কমতে পারে দুই বঙ্গে। তবে পুরোপুরি কমবে না। ষষ্ঠী অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে এখনও পর্যন্ত সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই নিম্নচাপের জেরে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দুই বঙ্গ জুড়ে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শুক্রবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

পাশাপাশি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রের উপর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস।

দক্ষিণের পাশাপাশি উত্তরের আট জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে দার্জিলিং, কালিম্পঙে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি ছয় জেলায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)-র জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি ছয় জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া উত্তরের আট জেলায় এই বৃষ্টি চলবে আগামী বুধবার, ষষ্ঠী পর্যন্ত, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in