CPIM: পালে হাওয়া বামেদের, ২য় স্থানে লাল ব্রিগেড, অল্পের জন্য হাতছাড়া বেশকিছু ওয়ার্ড

শুধু দুটি আসন বামেদের দখলে এসেছে তা নয়, অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে দেখা যাচ্ছে বাম প্রার্থীদের। প্রায় ৬৫ আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা।
CPIM: পালে হাওয়া বামেদের, ২য় স্থানে লাল ব্রিগেড, অল্পের জন্য হাতছাড়া বেশকিছু ওয়ার্ড
গ্রাফিক্স - নিজস্ব

গত বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট পেয়েছিল একটি আসন। কিন্তু সেটাও ছিল কংগ্রেসের খাতায়। বামেদের প্রাপ্তির খাতা ছিল শূন্যই। হাওয়া ঘুরল উপনির্বাচনে। বামেরা কোনও আসন পায়নি বটে। কিন্তু কয়েক মাসের ব্যবধানে যে তারা ঘুরে দাঁড়াচ্ছে, পালে হাওয়া লাগছে, তা পরিষ্কার হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি এবং রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে। পুরভোটে আরও কিছুটা অক্সিজেন পেল লাল ব্রিগেড।

শুধু দুটি আসন বামেদের দখলে এসেছে তা নয়, অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে দেখা যাচ্ছে বাম প্রার্থীদের। ভোট শতাংশের ফলেও অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। তাতে আশা দেখছে আলিমুদ্দিন। শুধু তাই নয়, বেশ কয়েকটি ওয়ার্ড সামান্য ভোটের জন্য হাতছাড়া হয়ে গিয়েছে। এবারের প্রাপ্ত ভোট ১১ শতাংশের বেশি যা লোকসভা বিধানসভা নির্বাচনেও পায়নি বামেরা। ১০৩ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী নন্দিতা রায় আর ৯২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন সিপিআই প্রার্থী মধুচ্ছন্দা দেব।

অল্পের জন্য বামেদের হাতছাড়া হল যে ওয়ার্ডগুলি -

ওয়ার্ড ২১ - সুজাতা সাহা ৪৪ ভোটে পরাজিত

ওয়ার্ড ৯৮ - মৃত্যুঞ্জয় চক্রবর্তী ২৯৪ ভোটে পরাজিত

ওয়ার্ড ১১১ - চয়ন ভট্টাচার্য ৫৮১ ভোটে পরাজিত

ওয়ার্ড ১২৭ - রীনা ভক্ত ৯১৪ ভোটে পরাজিত

ওয়ার্ড ১২৮ - রত্না রায় মজুমদার ১০১৯ ভোটে পরাজিত

প্রায় ৬৫ আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। কিন্তু কংগ্রেস দ্বিতীয় স্থানে রয়েছে ১৫ আসনে ও বিজেপি ৫৪ আসনে। ১৪ নম্বর বরোর সাতটি ওয়ার্ডে বামেরা দ্বিতীয় স্থানে রয়েছে। সুতরাং ফলাফলের সংখ্যায় বলে দিচ্ছে অবস্থার কতটা পরিবর্তন ঘটেছে বামেদের।

শতাংশের বিচারে বামেরা ভালো ফল করেছে যে ওয়ার্ডগুলিতে -

ওয়ার্ড ১০ - করুণা সেনগুপ্ত (৩৫.৬৫%)

ওয়ার্ড ২৬ - তাপস প্রামাণিক (১৭.৬২%)

ওয়ার্ড ৬৫ - অনুলেখা সিনহা (১৫.২৯%)

ওয়ার্ড ৬৭ - দীপু দাস (২৯.০১)

ওয়ার্ড ৮৮ - কার্তিক মণ্ডল (১৬. ৫৫%)

ওয়ার্ড ৭৫ - ফৈয়াজ আহমেদ খান (২২.৩৫%)

ওয়ার্ড ৮৯ - ডা. সলিল চৌধুরী (২০.৪৬%)

ওয়ার্ড ৯১ - সুরজিৎ সেনগুপ্ত (২৮.৫৬%)

ওয়ার্ড ৯৩ - গোপা রায়চৌধুরী (১৫.২৫%)

ওয়ার্ড ৯৫ - অন্বেষা ভৌমিক (২০.৬৯%)

ওয়ার্ড ৯৬ - দীপালি গোস্বামী (২৮.০৬%)

ওয়ার্ড ৯৭ - সুশান্ত পাল (১৬.০৩%)

ওয়ার্ড ৯৯ - শিখা মুখোপাধ্যায় (৩১. ৪৩%)

ওয়ার্ড ১০০ - মীরা ঘোষ (২২.৬০%)

ওয়ার্ড ১১০ - তনুশ্রী মণ্ডল (১৯.৯৮%)

ওয়ার্ড ১১৪ - মোহিত কুমার ভট্টাচার্য ( ২৩.৭৬%)

ওয়ার্ড ১০২ - ভাস্বতী গঙ্গোপাধ্যায় (২৬.০৩%)

ওয়ার্ড ১০৫ - নমিতা দত্ত (১৭.৬০%)

ওয়ার্ড ১০৬ - দীপঙ্কর মণ্ডল (২১.৪১%)

ওয়ার্ড ১০৭ - গৌতম রায় (২০.২১%)

ওয়ার্ড ১১৫ - শুভঙ্কর বাগচী (১৫.৬১%)

ওয়ার্ড ১২০ - গৌতম অধিকারী (১৫.১৬%)

ওয়ার্ড ১২২ - মঞ্জু কর (২৫.২৬%%)

ওয়ার্ড ১২১ - আশিস মণ্ডল (২৭.০৩%)

ওয়ার্ড ১২৯ - মৌসুমী চ্যাটার্জী (২৬.৫২%)

ওয়ার্ড ১৩০ - পার্থসারথি সরকার (১৫.৯১%)

ওয়ার্ড ১৩১ - রঞ্জন দাশগুপ্ত (১৬.১৩%)

ওয়ার্ড ১৩২ - মিতা ঘোষ (১৮.৮১%)

ওয়ার্ড ১২৩ - প্রসেনজিৎ ঘোষ (২৩.১০%)

ওয়ার্ড ১২৫ - প্রিয়া রায় (১৫.৪১%)

ওয়ার্ড ১২৬ - বিমান গুহ ঠাকুরতা (১৭.৭৬%)

ওয়ার্ড ১৪৪ - বিপ্লব ব্যানার্জি (১৯.১৯%)

CPIM: পালে হাওয়া বামেদের, ২য় স্থানে লাল ব্রিগেড, অল্পের জন্য হাতছাড়া বেশকিছু ওয়ার্ড
KMC Poll 21: 'অস্তিত্ব' না থাকা বামেরা দ্বিতীয় - দলীয় কর্মীদের অভিনন্দন নেতৃত্বের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in