

উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর এলাকায় সিপিআইএম নেতার খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। মৃত সিপিএম নেতার নাম মহম্মদ রফিক (৫৫)। তিনি দলের শাখা সম্পাদক ছিলেন বলে জানা গিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিপিএম নেতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, মৃত সিপিএম নেতার নাম মহম্মদ রফিক (৫৫)। তিনি দলের শাখা সম্পাদক ছিলেন বলে জানা গিয়েছে।
আজ, সোমবার স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের পাশে ফাঁকা জায়গায় তাঁর মৃতদেহটি দেখতে পায়। স্থানীয়দের অনুমান, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে রফিককে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিশ শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন